Sunday, August 24, 2025

কন্যাকুমারী থেকে কাশ্মীর ভারত জোড়ো যাত্রা: ৫ মাসে ৩৫৭০ কিমি হাঁটবেন রাহুল

Date:

Share post:

২০২৪-এর লোকসভা নির্বাচনকে(Parlament Election) মাথায় রেখে এখন থেকেই কোমর বাধতে শুরু করেছে কংগ্রেস। সেই লক্ষ্যেই বুধবার থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। ৫ মাসে কন্যাকুমারী(Kanyakumari) থেকে কাশ্মীর(Kashmir) পর্যন্ত ৩৫৭০ কিমি হাঁটবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। বুধবার এই যাত্রার সূচনার আগে কন্যাকুমারীতে একটি মেগা সমাবেশ রয়েছে কংগ্রেসের(Congress)। সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্তফা ও অন্তরদ্বন্দ্বে জর্জরিত দলের শোচনীয় অবস্থা কাটিয়ে দলকে চাঙ্গা করতেই কংগ্রেসের এই উদ্যোগ।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আজ ভারত জোড়ো কর্মসূচির আগে রাহুল গান্ধী কন্যাকুমারীর শ্রীপেরুমবুদুরে রাজীব গান্ধী মেমোরিয়ালে প্রার্থনাসভায় যোগ দেবেন। এরপরে তিনি জনসভায় যোগ দেবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। এছাড়া তামিলনাড়ুতে কংগ্রেসের জোটসঙ্গী ডিএমকে-র প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। জানা গিয়েছে, অনুষ্ঠান মঞ্চেই এমকে স্ট্যালিন রাহুল গান্ধীকে একটি খাদির তৈরি জাতীয় পতাকা উপহার দেবেন। সেই পতাকাই আবার রাহুল গান্ধী সেবা দলের কর্মীদের হাতে তুলে দেবেন। সেখান থেকে তাঁরা হাঁটতে হাঁটতে সমুদ্রতীরে যাবেন, যেখান থেকে বিকেল ৫টায় এই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করা হবে। তবে শারীরিক অসুস্থতার কারণে এই পদযাত্রায় উপস্থিত থাকতে পারবেন না সোনিয়া গান্ধী। তবে ভিডিও বার্তা দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন তিনি।

তবে রাহুলের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদযাত্রা উপলক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে কংগ্রেস। ১৫০ দিনের এই যাত্রায় ১২ টি রাজ্যে সফর করবেন রাহুল প্রতিদিন পদযাত্রার পর রাতে ঘুমনোর জন্য আনানো হয়েছে জাহাজের বিশেষ কন্টেনার, যেখানে কম্পার্টমেন্ট করে থাকার ব্যবস্থা করা হয়েছে। এই সময়ে কোনও হোটেলে থাকবেন না রাহুল। খাওয়া দাওয়া থেকে ঘুমোনা সবটাই হবে কর্মীদের সঙ্গে। এই সফরে কংগ্রেসের নেতা কর্মীসহ মোট ৩০০ লোক অংশ নেবেন।

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...