Sunday, November 16, 2025

পাপ্পু অমিত শাহের টি-শার্ট পড়ে প্রতীকী শুভেন্দুর কোমরে দড়ি দিয়ে শহর ঘোরালো তৃণমূল

Date:

এবার উত্তর কলকাতায় “ইন্ডিয়া বিগেস্ট পাপ্পু অমিত শাহ” পোস্টার নিয়ে ধিক্কার মিছিল করল তৃণমূল। তৃণমূল যুবনেতা শক্তিপ্রতাপ সিংয়ের নেতৃত্বে মহাজাতি সদন থেকে সেন্ট্রাল এভিনিউতে বিজেপি রাজ্য সদর দফতর পর্যন্ত এই মিছিল হয়। যুব তৃণমূল সমর্থকদের গায়ে “পাপ্পু” স্টিকার ও গলায় ”পাপ্পু”পোস্টার নিয়ে এই মিছিল হয়। মিছিল শেষে অমিত শাহের কুশপুতুল পোড়ান তৃণমূল সমর্থকরা। তবে এদিনের অভিনব মিছিলের আকর্ষণের কেন্দ্রে ছিলেন প্রতীকী শুভেন্দু অধিকারী।

হুবহু শুভেন্দুর মতো শারীরিক গঠনের এক যুবককে শুভেন্দুর মুখোশ পড়িয়ে কোমরে দড়ি বেঁধে বুকে চোর পোস্টার লাগিয়ে ঘোরানো হয়। যেখানে প্রতীকী শুভেন্দু নিজেই বলছে, “আমি কোটি কোটি টাকা চুরি করেছি। বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গদ্দারি করেছি। আমি আমার বস অমিত শাহের কথায় টাকা চুরি করেছি। সেই টাকায় অমিত শাহ, নরেন্দ্র মোদি সরকার ভাঙা গড়ার খেলায় মেতেছে। ঘোড়া কেনাবেচা করছে।”

মিছিলের ইস্যু নিয়ে যুবনেতা শক্তিপ্রতাপ বলেন, “যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি-সিবিআই দিয়ে তৃণমূল-সহ বিরোধীদের হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এই রাজ্যের সবচেয়ে বড় চোর শুভেন্দু অধিকারী। কিন্তু ইডি-সিবিআই তাকে ছুঁয়েও দেখছে না। আর দেশের সবচেয়ে বড় পাপ্পু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।”

প্রসঙ্গত, চলতি মাসের ২ তারিখ, সিজিও কমপ্লেক্স থেকে টানা সাড়ে ৬ ঘন্টা ইডির জিজ্ঞাসাবাদের পর বাইরে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বেরিয়েই বিজেপির ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ কটাক্ষ করে অভিষেক বলেন, ”দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ।” একইভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিনয় মিশ্রের ফোনে কথোপকথন নিয়ম বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক।

এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় অমিত শাহকে ”পাপ্পু” বলে উল্লেখ করে প্রচার শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। শুধু লেখালেখি নয়, শাহের ছবি বসিয়ে তার পাশে ”দেশের সবচেয়ে বড় পাপ্পু” লিখে বিলি হচ্ছে। সেটা পরে ফেসবুকে ছবিও তুলছেন সকলে। শুধু সাধারণ কর্মী-সমর্থকরাই নন,তৃণমূলের সাংসদ-বিধায়কদের মধ্যেও অনেককে “পাপ্পু” টি-শার্ট পড়তে দেখা গিয়েছে।

 

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version