Thursday, December 25, 2025

পাখির চোখ পঞ্চায়েত ভোট, দত্তফুলিয়ায় বিজেপি ও সিপিএমকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে জেলায় জেলায় জনসংযোগে নজর দিয়েছে শাসকদল। বুধবার নদীয়ার দত্তফুলিয়ায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ও সিপিএমকে ধুয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।সরাসরি কেন্দ্রকে নিশানা করে তিনি অভিযোগ করেন, রেল, জীবন বীমা, এয়ার ইন্ডিয়া সব খোলাবাজারে বিক্রি করে দিচ্ছে বিজেপি। তার কটাক্ষ, বিজেপি মুখে  বলছে ‘ভারত মাতা কি জয়’। অথচ এত বছর ধরে ভারত মাতা বুকে করে  যে সম্পদগুলো আগলে রেখেছে, সেগুলো খোলাবাজারে বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার।

অথচ, তৃণমূল কংগ্রেসের সরকার যখন কন্যাশ্রী ফর্ম দিচ্ছে তখন তো জিজ্ঞেস করছে না আপনি সিপিএম, কংগ্রেস না বিজেপি, নাকি তৃণমূল? তাই কেন তৃণমূলকে ভোট দেবেন না, কেন মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দেবেন না? বরং তার কটাক্ষ, ভোটের আগে ২০০ পার বলে আওয়াজ তুললেন। সবাই ভাবল হলেও হতে পারে। কিন্তু বাস্তবে মুখ থুবড়ে পরল বিজেপি।

বিরোধী দলনেতা শুভেন্দুকে নিশানা করে কুণাল বলেন, যার নাম সিবিআইয়ের এফআইআর-এ যার নাম আছে, যাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছেষ তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? নাম না করে অধিকারী পরিবারকে আক্রমণ করে কুণাল বলেন, বাবার মন্ত্রিত্ব সহ্য করতে না পেরে বিধানসভা থেকে ওয়াক আউট করেছিল। যে বাবার মন্ত্রীত্ব সহ্য করতে পারে না তার মতো গদ্দার, বেইমান আর কেউ হতে পারে না। লক্ষ লক্ষ টাকা বিজেপির ঘনিষ্ঠ ব্যবসায়ীরা  লোন নিয়ে বাইরে চলে গেল, আর ভুগছে সাধারণ মানুষ। তিনি মনে করিয়ে দেন, কেরোসিন- পেট্রোল- ডিজেল- রান্নার গ্যাস সবকিছুরই তো দাম বাড়ছে। তার প্রশ্ন, আপনারা কী এই জন্যই ওই সরকারকে ভোট দিয়েছিলেন?

তিনি মনে করিয়ে দেন, যারা আদি বিজেপি আছে তারা মনে করে দেখুন ২০১৬বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির সদর দপ্তরে বড় পর্দা টাঙিয়ে কী দেখানো হলো? শুভেন্দু অধিকারী কাগজে মুড়ে টাকা নিচ্ছে। গদ্দারের বিরুদ্ধে সিবিআইয়ের দাবি কে তুলেছিল, বিজেপি। আদি বিজেপিরা একবারও কী ভেবে দেখবেন না, যে শুভেন্দুকে তোলাবাজ- ঘুষখোর বলেছিলেন, আজকে তার জুতো পালিশ করতে হচ্ছে আপনাদের। এখন আপনাদের আত্মসম্মানে লাগছে না।

অভিষেক ব্যানার্জি নিজের দক্ষতা প্রমাণ করেছেন, এতেও হিংসা আপনাদের। তিনি মনে করিয়ে দেন, ২০২১ এর নির্বাচনের আগে জেপি নাড্ডা, অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করেছেন।তাদের আক্রমণের লক্ষ্য কে ছিল ? প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ভোটে হারার পর প্রতিহিংসার রাজনীতি ।কেন্দ্রের টাকা বন্ধ। ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা। আর নেতারা বলছেন, আজ সিবিআইকে ওর বাড়ি পাঠাবো, কাল ইডিকে ওর বাড়ি পাঠাবো। এমন ভাবখানা যেন সিবিআই, ইডি আপনারাই চালান।

তিনি আরও বলেন, আমাদের দলটা অনেক বড় হয়েছে। পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, বিধায়ক, সাংসদ সব জায়গায় মানুষ সমর্থন করেছেন আমাদের। এত ভাল কাজ হচ্ছে, ৯৯.৫% ভালো কাজ হচ্ছে। না হলে মানুষ বারবার সমর্থন করছেন কেন? তা বলে কি ভুল নেই? দশমিক পাঁচ শতাংশ ভুল আছে। আমাদের মধ্যে কেউ অন্যায় করছেন, ভুল করছেন।দলনেত্রী তো বলে দিয়েছেন, ভুল করলে শুধরে নিতে হবে। আর যদি দেখা যায় কেউ অন্যায় করেছে তাহলে আইন আইনের পথে চলবে। তার সাফ কথা, একজন- দুজন- তিনজনের অন্যায় ভুলের জন্য গোটা দল গোটা সরকার কখনও দায়ী হতে পারে না। আমাদের দলে কর্মীরাই আসল সম্পদ। জেলায় জেলায়, বুথে বুথে কর্মীরা লড়ছেন নেতারা লড়ছেন।তিনি মনে করিয়ে দেন যে সাম্প্রতিক রিপোর্ট কলকাতা হচ্ছে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর।আর সবচেয়ে বিপজ্জনক দিল্লি। ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে আরও খারাপ অবস্থা। আমাদের সমালোচনা কে করবে? সিপিএম নিজেদের তো শূন্য করেছে এবার মহাশূন্যের দিকে যাচ্ছে। এই সিপিএম একদিন কম্পিউটার ঢুকতে দেয়নি, ইংরেজি শিক্ষা বন্ধ করে দিয়েছিল। সিপিএম লোডশেডিংয়ের সরকার। বাংলার একটা জেনারেশনকে শেষ করে দিয়ে গেছে। এখন সিপিএমের একটাই লক্ষ্য কিছু ভোট কেটে বিজেপির দালালি করা। বিজেপির দুটো বি টিম, একটা সিপিএম একটা কংগ্রেস।

উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশে কুণাল বলেন, প্রত্যেকটা বুথে কমপক্ষে ৫১% ভোট আমাদের পেতে হবে। মমতাদি আমাদের মুখ, মমতাদি আমাদের সম্পদ,মমতাদি আমাদের শক্তি। আর অভিষেক আমাদের সেনাপতি। সামনে পঞ্চায়েত ইলেকশন আসছে, তারপর লোকসভা। মনে রাখবেন আমাদের জিততে হবে। আপনারা দলের নির্দেশ মেনে মানুষের দরজায় দরজায় যান, যারা বিশিষ্ট মানুষ আছেন, যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের বাড়ি গিয়ে কথা বলুন।তারপর দেখব, আমাদের তারা ভোট না দিয়ে কোথায় যান।

spot_img

Related articles

চরিত্র বদল জমায়েতের: স্বাধীনতা সংগ্রাম মনে করিয়ে BNP-কে পথ দেখালেন তারেক

ধর্ম ও জাতি হিংসার পথ থেকে সরে আসতে বাংলাদেশকে কতটা পথ দেখাতে পারবে বিএনপি তা আগামী সময় বলতে...

ঝাড়খণ্ডের সাফল্যে রয়েছে ক্যাপ্টেন কুলের মস্তিস্ক! জানুন নেপথ্যের ঘটনা

কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mushtaq Ali Trophy.) জিতেছে ঝাড়খন্ড(Jharkhand)। ঈশান কিষানের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করেছে ঝাড়খণ্ড...

এটাই ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা! উন্নাও-এর নির্যাতিতাকে ওমপ্রকাশের উপহাসের তীব্র নিন্দা অভিষেকের

উন্নাও-এর ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের উপহাসের তীব্র নিন্দা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পুলিশের এনকাউন্টারে মৃত মাওবাদী শীর্ষনেতা গণেশ, মাথার দাম ছিল ১ কোটি

এক মাওবাদী শীর্ষনেতা ( Moist leader) মাডবী হিডমাকে এনকাউন্টার করার এক মাসের মধ্যেই বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে এনকাউন্টার...