Tuesday, December 30, 2025

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব: রুশ অর্থনৈতিক ফোরামে ভারতের অবস্থান স্পষ্ট করলেন মোদি

Date:

Share post:

রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারি বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে ব্যাপক প্রভাব ফেলেছে। বুধবার রাশিয়ার ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত সপ্তম ‘ইস্টার্ন ইকোনমিক ফোরামের’ পূর্ণাঙ্গ অধিবেশনে ভার্চুয়াল ভাষণে বুধবার এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি এদিনের বৈঠকে সবরকম সমস্যা পেরিয়ে শান্তির পক্ষে সওয়াল করেন ভারতের প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

এদিনের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “আজকের বিশ্বায়নের যুগে, বিশ্বের কোনও একটি অংশের ঘটনাবলির প্রভাব সমগ্র বিশ্বের উপর পড়ে। ইউক্রেন দ্বন্দ্ব এবং কোভিড মহামারি বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের উপর একটি বড় প্রভাব ফেলেছে। খাদ্যশস্য, সার এবং জ্বালানির ঘাটতি উন্নয়নশীল দেশগুলির জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। ইউক্রেন সংঘাতের শুরু থেকেই আমরা কূটনীতি ও আলোচনার পথ অবলম্বনের ওপর জোর দিয়েছি। আমরা এই সংঘাতের অবসান ঘটাতে সকল শান্তিপূর্ণ প্রচেষ্টাকে সমর্থন করি।” এর পাশাপাশি তিনি জানান, আন্তর্জাতিক সাপ্লাই চেনে বড় প্রভাব ফেলেছে ইউক্রেন সংকট ও কোভিড পরিস্থিতি। উন্নয়নশীল দেশে খাদ্যশস্য, সার আর জ্বালানির সংকট মাথাচাড়া দেওয়ার বিষয়টি উদ্বেগজনক।

এছাড়াও বসুধৈব কুটুম্বকমের কথা উল্লেখ করে তিনি বলেন, গোটা বিশ্বকে একটি পরিবার হিসাবে আমরা দেখি। ইস্টার্ন ইকোনমিক ফোরাম ২০১৯ এর কথাও স্মরণ করেন তিনি। সেই সময় উল্লেখিত অ্যাক্ট ফার ইস্ট পলিসির কথাও তুলে ধরেন তিনি। মোদি জানিয়েছেন, ভারতের স্টিল কারখানা কোক কয়লা সরবরাহ করে রাশিয়া এই শিল্পের অঙ্গীভূত হয়েছে। পাশাপাশি ভারতের মেধা গোটা বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে বলেও তিনি উল্লেখ করেন।

spot_img

Related articles

শাকিব-তামিমদের উত্থানে জড়িয়ে আছেন খালেদাও, ম্যাচ স্থগিত বাংলাদেশে

৮০ বছর বয়সে  প্রয়াত হয়েছেন বাংলাদেশের(Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। তাঁর আমলের কর্মকাণ্ড নিয়ে বিতর্ক ছিল,...

অনুপ্রবেশকে নির্বাচনের ইস্যু করতেই স্পষ্ট হল স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা

তিনদিনের বঙ্গ সফরে এসে কলকাতায় শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী (Subhendhu Adhikari) এবং সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরকে পাশে...

খালেদার স্মৃতিচারণায় ভারতের প্রধানমন্ত্রী, এক্স হ্যান্ডেলে শোকবার্তা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রীর 

মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Kheleda Zia passed away) । ৮০ বছর বয়সী বিএনপি...

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্য সংখ্যালঘু কমিশন

হিজাব-বিতর্ক খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্য সংখ্যালঘু কমিশনের (state minority commission) ফুল বেঞ্চ পৌঁছবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ।...