Tuesday, August 26, 2025

ফিরছে নস্ট্যালজিয়া! রুপোলি পর্দায় জিতুর হাত ধরে কামব্যাক ‘অরন্যের দিনরাত্রি’-র

Date:

পরিচালক অরুণ রায়ের (Director Arun Roy) হাত ধরে ফের রুপোলি পর্দায় ফিরতে চলেছে ‘অরণ্যের দিনরাত্রি’ (Aranyer Din Ratri)। আরও একবার পর্দায় ধরা দেবেন অসীম, সঞ্জয়, হরি ও শেখররা। কলকাতার বাসিন্দাদের ছুটিতে পালামৌ বেড়ানোর অভিজ্ঞতাই এই উপন্যাসের প্রাণ। আর সেই গল্পকেই ফের একবার নতুন মোড়কে পর্দায় তুলে ধরবেন অরুণ। ছবিতে অভিনয় করতে দেখা যাবে রিল লাইফের ‘সত্যজিৎ’ তথা জিতু কমলকে (Jeetu Kamal)। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সোহিনী সরকার (SOhini Sarkar), কিঞ্জল নন্দ (Kinjal Nanda), অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay), অনুষ্কা চক্রবর্তী (Anushka Chakravorty) সহ একাধিক কলাকুশলীরা। ছবিতে অসীমের (Ashim) ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জিতুকে।অভিনয়ের দৌলতে ইতিমধ্যে দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন জিতু।তার অভিনয়ের দিকে যে দর্শকদের কড়া নজর থাকবে সেকথা বলাই বাহুল্য।

আরও পড়ুন:বাগুইআটি জোড়া খু*নের মাস্টার-মাইন্ড সত্যেন্দ্রর খোঁজে বিহারের মতিহারি পুলিশের সাহায্য চাইল CID 

আপাতত ‘বাঘাযতীন’ (Baghajatin) ছবির শ্যুটিংয়ে ব্যস্ত পরিচালক অরুণ। তবে ব্যস্ততার মাঝেও নতুন ছবির কথা ঘোষণা করেছেন পরিচালক। বুধবার সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Gangopadhyay) ৮৮ তম জন্মদিন উপলক্ষে বিশিষ্ট সাহিত্যিককে শ্রদ্ধা জানিয়ে ছবির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ‘হীরালাল’ ছবির পরিচালক। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে নতুন ছবির পোস্টার (Poster)। আর নতুন পোস্টারে দেখা যাচ্ছে, অসীম, সঞ্জয়, হরি ও শেখরের প্রথম লুক। যা সোশ্যাল মিডিয়ায় (Social Media) ইতিমধ্যে ভাইরাল। তবে এখনও শুরু হয়নি সিনেমার শ্যুটিং। আগামী বছর পুজোতে মুক্তি পাবে ‘অরণ্যের দিনরাত্রি’।

প্রসঙ্গত, সালটা ১৯৭০। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’র আধারে একই নামে ছবি তৈরি করেন পরিচালক সত্যজিৎ রায় (Satyajit Ray)। আর সেই উপন্যাসের উপর ভিত্তি করেই ২০২৩ সালে আবারও নতুনভাবে ছবি তৈরি হবে। সুনীলের ৮৮তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ জানিয়ে বড় ঘোষণা প্রমোদ ফিল্মসের।

Related articles

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...
Exit mobile version