Friday, August 29, 2025

রাজ্যের মুকুটে নয়া পালক: AITT-তে সেরা বাংলা, টুইটে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার মুকুটে ফের যুক্ত হল নয়া পালক। এবার অল ইন্ডিয়া ট্রেড টেস্টে (AITT) বা সর্বভারতীয় বাণিজ্য পরীক্ষায় সর্বশ্রেষ্ঠ পাস আউট রেট পেল পশ্চিমবঙ্গ(West Bengal)। সারা ভারত থেকে প্রায় ১০ হাজার পরীক্ষার্থী এই অল ইন্ডিয়া ট্রেড টেস্টে অংশগ্রহণ করেন। যার মধ্যে বাংলার পাশ আউট হার প্রায় ৯৭.৮ শতাংশ। যা জাতীয় গড় ৮৮.৭ শতাংশের চেয়ে প্রায় ৯ শতাংশ বেশি। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। টুইট করে সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

এদি টুইট করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বাংলার সাফল্যের মুকুটে আরও একটি নয়া পালক যুক্ত হল। আল ইন্ডিয়া ট্রেড টেস্টে অংশ নেওয়া ১০ হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে পাশের হারে সেরার শিরোপা পেয়েছে বাংলা। সর্বভারতীয় স্তরে মোট ৮৮.৭ শতাংশ পাশের হারের মধ্যে বাংলার পাশের হার ৯৭.৮ শতাংশ।” ভারত সরকারের ট্রেনিং ডিরেক্টরেট এই অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পরিচালনা করে। রাজ্যের প্রায় ৭৬টি পরীক্ষা কেন্দ্রে প্রতিনিধি পাঠিয়ে রাজ্যের পরীক্ষার্থীদের সিবিটি পরীক্ষা নিয়েছিল ট্রেনিং ডিরেক্টরেট।” পাশাপাশি তিনি আরও লেখেন, “এই প্রতিযোগিতায় সফল প্রত্যেক পরীক্ষার্থীকে আমার অভিনন্দন। বিনা বাধায় বাংলার অগ্রগতি নিশ্চিত হোক।”

 

উল্লেখ্য, সর্বভারতীয় পরীক্ষায় বাংলার এই সাফল্য উচ্চশিক্ষায় রাজ্যের পড়ুয়াদের আরও উৎসাহিত করবে বলে মনে করছে রাজ্য সরকার। সম্প্রতি শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্যের কৃতি পড়ুয়াদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “সারা পৃথিবী এক দিন বাংলার মেধাতে ভরে যাবে। পয়সা আজ আছে, কাল নেই। নৈতিক চরিত্র গঠন করুন। স্কিল এডুকেশনে আমরা এক নম্বর।” মুখ্যমন্ত্রীর সেই বার্তার পর এবার এই সাফল্য নিশ্চিতভাবে রাজ্যবাসীর জন্য আনন্দের।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...