Friday, May 23, 2025

গুরুতর অসুস্থ (Critically Ill) ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth)। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা (Health Condition) অত্যন্ত সঙ্কটজনক বলেই উদ্বেগ প্রকাশ (Concern) করছেন চিকিৎসকরা। বাকিংহাম প্যালেস (Buckingham Palace) সূত্রে এমনই খবর। নিজের বাসভবন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে (Balmoral Palace) চিকিৎসকদের পর্যবেক্ষণে সম্পূ্র্ণ বিশ্রামে রয়েছেন তিনি। তবে বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই রানি অসুস্থ হয়ে পড়েছেন বলে বাকিংহাম প্যালেস সূত্রে খবর।

যদিও রানি দ্বিতীয় এলিজাবেথের অসুস্থতা নিয়ে বিশদে কোনও তথ্যই বাকিংহাম প্যালেসের তরফে প্রকাশ করা হয়নি। তবে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, বর্তমানে রানিকে হাসপাতালে (Hospital) ভর্তি না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বালমোরাল প্রাসাদেই বিশ্রাম নিতে বলা হয়েছে তাঁকে। সেখানেই সারাক্ষণ তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এদিকে রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাসও (Liz Truss)। তিনি টুইটে লেখেন, বাকিংহাম প্যালেসের এমন খবরে উদ্বিগ্ন দেশ। আমরা সবসময় রানি ও তাঁর পরিবারের পাশেই রয়েছি।

প্রসঙ্গত, এর আগে করোনায় (Covid 19) আক্রান্ত হয়েছিলেন হন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার জেরেই গত বছরের শেষের দিক থেকেই শরীর ভাল ছিল না। যে কারণে তাঁর বেশিরভাগ কাজকর্ম সামলাচ্ছিলেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যে তাঁর একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। চলতি বছরেই রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকাল ৭০ বছর পূর্ণ করেছে। কিন্তু সম্প্রতি রানির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছে গোটা দেশ।

 

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...
Exit mobile version