Friday, January 30, 2026

চাপ দেওয়া হচ্ছে মেয়েকে! সারদাকাণ্ডে ধৃত দেবযানীর মায়ের অভিযোগ খারিজ CID-র

Date:

Share post:

সারদাকাণ্ডে (Sarada Scam) সিআইডি-র (CID) বিরুদ্ধে যে অভিযোগ জানিয়েছেন দেবযানী মুখোপাধ্যায়ের (Debjani Mukherjee) মা শর্বরী মুখোপাধ্যায়, তা খারিজ করে দিল সিআইডি। একটি বিবৃতি জারি করে সিআইডির (CID) তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে শর্বরী মুখোপাধ্যায় (Sharbari Mukherjee) ভিত্তিহীন এবং অসত্য অভিযোগ এনে সিআইডিকে কলঙ্কিত করার চেষ্টা করছেন।

৭ সেপ্টেম্বর সারদা-কাণ্ডে ধৃত দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায় বিস্ফোরক চিঠি লিখে দাবি করেন, যে তাঁর মেয়ের উপর মানসিক অত্যাচার করছে সিআইডি (CID)। বুধবার সিবিআইকে একটি চিঠি দিয়ে দেবযানীর মা অভিযোগ করেন, ২৩ অগাস্ট সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য দমদমের সংশোধনাগারে (Dumdum Correctional Home) যান এক সিআইডি আধিকারিক। তারপর দেবযানীকে তিনি বলেন, তাঁকে শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তীর বিরুদ্ধে রাজসাক্ষী হতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বামনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty), সুদীপ্ত সেনের (Sudipta Sen) কাছ থেকে ৬ কোটি টাকা করে নিয়েছেন এমনটাও বলার জন্য নাকি দেবযানীর উপর চাপ সৃষ্টি করা হয়। পাশাপাশি, কথা না মানলে দেবযানীকে ৯টি ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন শর্বরী।

এরপর বিবৃতি দিয়ে সেই অভিযোগ পত্রপাঠ খারিজ করল সিআইডি। এক প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি-র তরফে জানানো হয়, গত ২৩ অগস্ট দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে তদন্তের স্বার্থেই গিয়েছিলেন তদন্তকারী আধিকারিক। সেখানে সংশোধনাগারের মহিলা রক্ষীও ছিলেন। তাঁর উপস্থিতিতেই সংশ্লিষ্ট আদালতের নির্দেশ মেনে দেবযানী মুখোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, তদন্তকারী সংস্থা হিসাবে CID আইন মেনেই সমস্ত তদন্ত করে। পাশাপাশি সংবাদমাধ্যমকে অপপ্রচার এবং ভুয়ো তথ্য থেকে দূরে থাকার জন্য অনুরোধও করা হয় CID এর তরফে।

 

spot_img

Related articles

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...

মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুন বিরিয়ানির দোকানে! 

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারকাজ সে সবার আগেই শহরের বুকে ফের আগুন লাগার ঘটনা। এবার লেকটাউনের কাছে এক বিরিয়ানির...