Monday, May 5, 2025

শুনানির আগেই দুর্গাপুজো অনুদানের ২৪০ কোটি টাকা বরাদ্দের নির্দেশিকা জারি

Date:

একদিকে মহার্ঘ ভাতা মামলার শুনানি হবে হাইকোর্টে। তার আগে বৃহস্পতিবার দুর্গাপুজো অনুদান মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে পুজোর অনুদানের টাকা বরাদ্দ করা হয়েছে।ইউনিটি ফোরাম, রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন এবং সরকারি কর্মচারী পরিষদ ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদানকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিল। সেই মামলার শুনানির আগেই রাজ্য নোটিশ জারি করেছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী কড়ার বার্তার পরেই সব এসপি-সিপিদের নিয়ে ‘সমন্বয় বৈঠক’ ডিজির
জানা গিয়েছে, ৬ সেপ্টেম্বর রাজ্যের স্বরাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারি স্তরের এক আধিকারিক রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি লিখেছিলেন। মোট ২৪০ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা অনুদান রাজ্য সরকার ৩৭ হাজার ২৮টি পুজোর জন্য বরাদ্দ করেছে। প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ক্লাবকে ৫০ হাজার টাকার পরিবর্তে ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন। এছাড়াও, কলকাতা এবং রাজ্য বিদ্যুৎ বোর্ডগুলিকে পুজো কমিটির বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। সব মিলিয়ে পুজোর অনুদানের কারণে রাষ্ট্রীয় কোষাগার থেকে মোট ২৫৮ কোটি টাকা ব্যয় হবে।

পুজোয় অনুদান নিয়ে রাজ্য বেশ কয়েকটি যুক্তি দিয়েছে। জানিয়েছে, সংবিধান অনুযায়ী রাজ্য সরকার মনে করলে জনগণের জন্য অর্থ বরাদ্দ করতে পারে। এতে কোনও বাধা নেই। তার পর ইউনেসকোর তরফ থেকে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার কথা তুলে ধরে রাজ্য জানায়, এটা শুধু রাজ্যের নয়, দেশের জন্যও গর্বের বিষয়। সরকার হলফনামায় জানিয়েছে, সংবিধানের ৫১ (এ) ধারা অনুযায়ী, হেরিটেজ রক্ষার দ্বায়িত্ব দেশের প্রত্যেক নাগরিকের। সেই মোতাবেক রাজ্য সরকারের কাছে প্রত্যাশা করা হয়, তারা যেন এগুলির সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে। দুর্গাপুজোর দিনগুলিতে উৎসবকে মসৃণ ভাবে পরিচালনা করার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়। কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে উৎসাহিত করার জন্য নয়।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version