Sunday, August 24, 2025

সমস্ত জল্পনায় জল ঢেলে নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক সমাবেশে সাংসদ জহর সরকার

Date:

Share post:

ভোটে জিততে না পেরে রাজনৈতিক প্রতিহিংসা থেকে
ইডি-সিবিআইকে দিয়ে দলের নেতা-মন্ত্রীদের হেনস্থা করা হচ্ছে, এমন অভিযোগের মাঝেই আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে হয়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মেগা সমাবেশ। মূলত পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই ছিল এই সাংগঠনিক সমাবেশ। যেখানে দলের সর্বস্তরের নেতাদের একগুচ্ছ বার্তা, নির্দেশ, পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ নেতৃত্ব।

এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন প্রায় ১৫ থেকে ১৭ হাজার নেতা-কর্মী। পুজোর আগেই নেতা-কর্মীদের নতুন করে মনোবল চাঙ্গা করাও ছিল এই সমাবেশের অন্যতম লক্ষ্য। সমাবেশে উজ্জ্বল উপস্থিতি দেখা গেল তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারকেও। দল বা সাংসদ পদ ছাড়ার সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে তৃণমূলের মেগা সমাবেশে যোগ দিয়ে নেত্রীর কথা শুনলেন প্রাক্তন এই দুঁদে আমলা।

সম্প্রতি, পার্থকে চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর দল সম্পর্কে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলেন জহর সরকার। তাঁর মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিল দলের একাংশ। জহর সরকার বলেছিলেন, ”টিভিতে দেখে বিশ্বাসই করতে পারিনি। কারও বাড়ি থেকে এত টাকা বেরিয়ে আসতে পারে তা ভাবতেই পারিনি। এরকম দৃশ্য খুবই কম দেখা যায়। লোকে এই নিয়ে মন্তব্য করবেই। লোকের মুখ তো বন্ধ করা যায় না। ওসব দেখে বাড়ির লোকেরা বলল তুমি রাজনীতি-ই ছেড়ে দাও। এই পচন ধরা শরীর নিয়ে ২০২৪ সালের ভোটে লড়াই করা মুশকিল।”

এরপর জহর সরকারের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়। তবে তিনি যে দলের সঙ্গেই রয়েছেন, সেটা বোঝাতে কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে
অমিত শাহকে “পাপ্পু” কটাক্ষ করেন। আর এদিন হাসিমুখে নেতাজি ইন্ডোরে মেগা সমাবেশে যোগ দিয়ে সমস্ত জল্পনায় জল ঢালেন জহর সরকার।

 

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...