Monday, November 10, 2025

এএফসি কাপে বুধবার ঘরের মাঠে লজ্জার হার এটিকে মোহনবাগানের, ম‍্যাচ শেষে কী বললেন বাগান কোচ?

Date:

বুধবার ঘরের মাঠে লজ্জার হার হারে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। যুবভারতীতে কুয়ালালামপুর সিটির কাছে ১-৩ গোলে হেরে এএফসি কাপের ( AFC CUP) আন্তঃ আঞ্চলিক সেমিফাইনাল থেকেই বিদায় নেয় জুয়ান ফেরান্দোর দল। কোচ জুয়ান ফেরান্দোর ভুল স্ট্র্যাটেজিতেই হার। যত কাণ্ড হয় ম্যাচের অতিরিক্ত সময়ে। শেষ ছয় মিনিটে তিন গোল। ব‍্যস বাগান সমর্থকদের সব স্বপ্ন শেষ হয়ে যায় সেখানেই। এফসি কাপের আন্তঃ আঞ্চলিক সেমিফাইনাল থেকেই বিদায় নেয় প্রীতম কোটাল, জনি কাউকোরা।

কেন এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নেই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতোস? কেন কোনও পজিটিভ স্ট্রাইকার নেওয়া হয়নি দলে? ব্রেন্ডন হ্যামিল ও ফ্লোরেন্টিন পোগবার মত দুই বিদেশি ডিফেন্ডারকে নিয়ে নামলেও কেন হারল এটিকে মোহনবাগান? ম‍্যাচ হারের পর স্বাভাবিকভাবে উড়ে আসছে এমন প্রশ্ন। আর ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সেইসব প্রশ্নের উত্তর দিলেন বাগান কোচ।

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ফেরান্দোকে দলের জঘন্য ফিনিশিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই ম্যাচে আমার অ্যাটাকাররা ভালো সুযোগ পেয়েছিল, তবে গোল না করতে পারাটা আমাদের দূর্বলতা। বল কতটা দখলে রাখলাম, কটা পাস খেললাম, সেটা গুরুত্বপূর্ণ নয়। মাঝমাঠ দখল করলেই হয় না, গোলটাও করতে হয়।

কী কারণে এই গুরুত্বপূর্ণ ম‍্যাচে খেলানো হল না দিমিত্রিকে? এই প্রশ্নের উত্তরে বাগান কোচ বলেন, “কয়েক দিন আগে দিমিত্রি দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে কার্ল ম্যাকহিউ ও জনি কাউকো দুজনেই এই দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং ওনাদের খেলানো দরকার ছিল। যেহেতু পোগবা ও হ্যামিল এক সঙ্গে অনেক দিন অনুশীলন করেছে, তাই ওদের রেখেছি।”

এই পরিস্থিতিতে দুই তারকা রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামসকে কী মিস করছেন না বাগান কোচ? এই নিয়ে সবুজ-মেরুণ কোচ বলেছেন, “যারা নেই তাদের নিয়ে কথা বলে এনার্জি নষ্ট করতে চাই না। যারা দলে রয়েছে, তাদের নিয়ে কাজ করতে হবে। আমার মনে হয় না ওদের ছাড়াটা ভুল সিদ্ধান্ত ছিল।”

আরও পড়ুন:মাঠের মধ‍্যেই দুই ক্রিকেটারের ধাক্কাধাক্কি, ব্যাট উঁচিয়ে মারার ইঙ্গিত, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version