Monday, August 25, 2025

নিটে বাংলায় তৃতীয়, দেশের মধ্যে ২২তম স্থান দখল করে চমকে দিল মহিষাদলের দেবাংকিতা

Date:

ফের সর্বভারতীয়স্তরে সাফল্যর শিখরে বাংলার (bangla) নাম। দেশজুড়ে নিট (NEET) -এর ফলাফলে ২২তম স্থান দখল করে চমকে দিল বাংলার মেয়ে। মহিষাদলের দেবাংকিতা বেরা (Debankita Bera) এবার বাংলা থেকে তৃতীয় স্থান দখল করেছে। ৭২০ নম্বরের পরীক্ষায় দেবাংকিতা পেয়েছে ৭০৫ নম্বর।

কে এই মেধাবী ছাত্রী দেবাংকিতা? নিটে (NEET) যে নজরকাড়া ফলাফল করল। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত মহিষাদলের গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল দেবাংকিতা। মাধ্যমিক পাশ করার পর সে ভর্তি হয় মহিষাদলের রাজ হাইস্কুলে।

২০২২ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পর নিট-এর প্রশিক্ষণ নেওয়া শুরু করে দেবাংকিতা। সেই প্রশিক্ষণেই মিলল অভূতপূর্ব সাফল্য। দেবাংকিতার বাবা-মা দুজনেই শিক্ষক। বাবা চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের গণিতের শিক্ষক। মা মামুদপুর গোবিন্দ শিক্ষা নিকেতনে বাংলা পড়ান। এই সাফল্যে বাবা-মা-র অবদান অনস্বীকার্য বলে জানাল দেবাংকিতা।

এবার নিট-এ বসেছিলেন ১৮.৭২ লাখ পরীক্ষার্থী। ওই বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের মধ্যে কোয়ালিফাই করেছেন ৯,৯৩,০৬৯ জন। এদের মধ্যে প্রথম হয়েছেন রাজস্থানের তানিশকা। এবার নিট-এ ৭২০ নম্বরের মধ্যে ৭১৫ নম্বর পেয়েছেন মোট ৪ জন। তবে তাদের নম্বরের শতাংশের হারে পার্থক্য রয়েছে। সেই অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন আশিস বাত্রা, তৃতীয় স্থানে নাগভূষণ গাঙ্গুলে এবং চতুর্থ স্থানে রুচা পাওয়াসে।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version