Sunday, November 16, 2025

বিতর্কের মাঝেই ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তির আবরণ উন্মোচন প্রধানমন্ত্রীর

Date:

বহু প্রতীক্ষার পর অবশেষে ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তির (Netaji Statue) আবরণ উন্মোচিত হল। পাশাপাশি আজ থেকে নতুন নামে পথ চলা শুরু রাজপথের। পূর্ব ঘোষণা মতই আজ বৃহস্পতিবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর সন্ধ্যে সাতটা নাগাদ ইন্ডিয়া গেটের (India Gate) সামনে পৌঁছে যান নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রথমে ২৮ ফুট উঁচু নেতাজি মুক্তির আবরণ উন্মোচন করেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ কর্তব্যপথের (Kartavya path)। নব কলবরে রাজপথ, এবার থেকে হয়ে গেল কর্তব্যপথ।দীর্ঘ ২০ মাস পর সংসদ ভবন সংলগ্ন বিজয় চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘপথের নতুন নাম নিয়ে চলা শুরু হল।

আজ সন্ধায় ২৮ ফুট উঁচু এবং প্রায় ৬৫ মেট্রিকটন ওজনের নেতাজির মূর্তির আবরণ উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সুন্দর আলোক সজ্জায় সাজান হয়েছে ইন্ডিয়া গেটের চারপাশ। সবটা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের অনুষ্ঠানে কর্তব্যপথের আগের অবস্থা আর এখনকার অবস্থার বর্ণনা দিয়ে একটি অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দেখান হয়। আমজনতার জন্য ৩.৯ লক্ষ বর্গমিটার সবুজ ক্ষেত্র তৈরি করা হয়েছে। মোট সাড়ে ১৬ কিলোমিটার ঝকঝকে রাস্তা নতুন করে তৈরি করা হয়েছে, সাধারণ মানুষের চলাফেরার জন্য।কর্তব্যপথের দুদিকে থাকবে চল্লিশটি করে ভেন্ডর। ২৪ ঘন্টার পার্কিং এলাকায় ১২০০ গাড়ি এবং ৪০ টি বাসপাত করার বন্দোবস্ত থাকছে। আজ থেকে নাম পরিবর্তিত হলেও সাধারণ মানুষের জন্য জন্য কর্তব্য পথ খোলা হবে আগামী ৯ সেপ্টেম্বর।

 

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version