Tuesday, November 11, 2025

Himachal: কুলুতে নিখোঁজ চার বাঙালি পর্বতারোহী, খিমলোগা পাসে মিলল সুজয়ের দেহ

Date:

Share post:

শৃঙ্গ জয় করতে গিয়ে ফের-বিপত্তি। হিমাচলে (Himachal) নিখোঁজ কলকাতার চার পর্বতারোহী (mountaineer)। দিবস দাস, অভিজিৎ বণিক, চিন্ময় মণ্ডল এবং বিনয় দাস। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ৭ সেপ্টেম্বর থেকেই তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

হিমাচল প্রদেশের মাউন্ট আলি রতনি টিব্বা (Mount Ali Ratni Tibba) জয় করার লক্ষ্যে গিয়েছিলেন ৬ বন্ধু পর্বতারোহী। দুর্গম শৃঙ্গ জয়ের নেশায় বারবার বেরিয়ে পড়তেন তাঁরা। কিন্তু এবার ঘটে গেল মহাবিপদ। সূত্রের খবর, ১৮ অগাস্ট কলকাতা থেকে হিমাচল প্রদেশের কুলুর উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা।প্রায় ৫,৪৭০ মিটার উঁচু মাউন্ট আলি রতনি টিব্বায় (Mount Ali Ratni Tibba) যাওয়ার কথা ছিল তাঁদের। পুজোর আগেই শৃঙ্গ জয় করার স্বপ্ন নিয়ে আরও দুই সঙ্গী ও এক রাঁধুনিকে সঙ্গে করে বেরিয়ে পড়েছিলেন তাঁরা। মালানা গ্রাম থেকে তাঁদের যাত্রা শুরু হয়েছিল। বুধবারের আগেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন অ্যাডভান্সড বেস ক্যাম্পে। এরপর সেখান থেকেই তাঁদের শৃঙ্গের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে সময় পেরিয়ে গেলেও তাঁরা ফেরেননি। যার ফলে বেজায় চিন্তায় পড়েন অপেক্ষারত শেরপা। হিমাচলের মালানা এলাকা থেকে ৭ সেপ্টেম্বর আচমকাই চারজন নিখোঁজ হয়ে যান। এরপর শেরপা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। শুক্রবার ওই পর্বতারোহীদের খোঁজে একটি উদ্ধারকারী দল রওনা দেয় আলি রতনি টিব্বার উদ্দেশ্যে। জেলা প্রশাসন ও অটল বিহারী মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দল নিখোঁজ পর্বতারোহীদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছে । এই দলকে স্যাটেলাইট মোবাইলও দেওয়া হয়েছে । এসডিএম কুলু বিকাশ শুক্লা জানিয়েছেন, ঘটনাস্থলে দল পাঠানো হয়েছে ৷ উদ্ধার অভিযান থেকে ফিরে আসার পরই কিছু বলা সম্ভব হবে।

অন্যদিকে, দেবভূমিতে ট্রেকিং গিয়ে মৃত বাঙালি পর্যটক সুজয় দলুই (Sujoy Dolui) এর দেহ মিলল খিমলোগা পাসে (Khimloga Pass)। পরিবার সূত্রে খবর, গত ২৪ অগস্ট বাড়ি থেকে উত্তরাখণ্ডের নাথুলা পাসের উদ্দেশে। এরপর গত ২৭ অগস্ট পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়। তারপরই আর কোনও কথা হয়নি বলে খবর। হিমাচলের ট্রেক করতে গিয়ে ছিতকুলে ফেরার পথে গর্তে পড়ে যান দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা সুজয়। এরপর তাঁর মৃত্যুর খবর আসতেই ভেঙে পড়ে পরিবার। অবশেষে আইটিবিপির বিশেষ টিম খিমলোগা পাস থেকে বাঙালি পর্যটক সুজয় দলুই-এর দেহ উদ্ধার করেছে।

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...