Wednesday, January 14, 2026

Himachal: কুলুতে নিখোঁজ চার বাঙালি পর্বতারোহী, খিমলোগা পাসে মিলল সুজয়ের দেহ

Date:

Share post:

শৃঙ্গ জয় করতে গিয়ে ফের-বিপত্তি। হিমাচলে (Himachal) নিখোঁজ কলকাতার চার পর্বতারোহী (mountaineer)। দিবস দাস, অভিজিৎ বণিক, চিন্ময় মণ্ডল এবং বিনয় দাস। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ৭ সেপ্টেম্বর থেকেই তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

হিমাচল প্রদেশের মাউন্ট আলি রতনি টিব্বা (Mount Ali Ratni Tibba) জয় করার লক্ষ্যে গিয়েছিলেন ৬ বন্ধু পর্বতারোহী। দুর্গম শৃঙ্গ জয়ের নেশায় বারবার বেরিয়ে পড়তেন তাঁরা। কিন্তু এবার ঘটে গেল মহাবিপদ। সূত্রের খবর, ১৮ অগাস্ট কলকাতা থেকে হিমাচল প্রদেশের কুলুর উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা।প্রায় ৫,৪৭০ মিটার উঁচু মাউন্ট আলি রতনি টিব্বায় (Mount Ali Ratni Tibba) যাওয়ার কথা ছিল তাঁদের। পুজোর আগেই শৃঙ্গ জয় করার স্বপ্ন নিয়ে আরও দুই সঙ্গী ও এক রাঁধুনিকে সঙ্গে করে বেরিয়ে পড়েছিলেন তাঁরা। মালানা গ্রাম থেকে তাঁদের যাত্রা শুরু হয়েছিল। বুধবারের আগেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন অ্যাডভান্সড বেস ক্যাম্পে। এরপর সেখান থেকেই তাঁদের শৃঙ্গের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে সময় পেরিয়ে গেলেও তাঁরা ফেরেননি। যার ফলে বেজায় চিন্তায় পড়েন অপেক্ষারত শেরপা। হিমাচলের মালানা এলাকা থেকে ৭ সেপ্টেম্বর আচমকাই চারজন নিখোঁজ হয়ে যান। এরপর শেরপা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। শুক্রবার ওই পর্বতারোহীদের খোঁজে একটি উদ্ধারকারী দল রওনা দেয় আলি রতনি টিব্বার উদ্দেশ্যে। জেলা প্রশাসন ও অটল বিহারী মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দল নিখোঁজ পর্বতারোহীদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছে । এই দলকে স্যাটেলাইট মোবাইলও দেওয়া হয়েছে । এসডিএম কুলু বিকাশ শুক্লা জানিয়েছেন, ঘটনাস্থলে দল পাঠানো হয়েছে ৷ উদ্ধার অভিযান থেকে ফিরে আসার পরই কিছু বলা সম্ভব হবে।

অন্যদিকে, দেবভূমিতে ট্রেকিং গিয়ে মৃত বাঙালি পর্যটক সুজয় দলুই (Sujoy Dolui) এর দেহ মিলল খিমলোগা পাসে (Khimloga Pass)। পরিবার সূত্রে খবর, গত ২৪ অগস্ট বাড়ি থেকে উত্তরাখণ্ডের নাথুলা পাসের উদ্দেশে। এরপর গত ২৭ অগস্ট পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়। তারপরই আর কোনও কথা হয়নি বলে খবর। হিমাচলের ট্রেক করতে গিয়ে ছিতকুলে ফেরার পথে গর্তে পড়ে যান দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা সুজয়। এরপর তাঁর মৃত্যুর খবর আসতেই ভেঙে পড়ে পরিবার। অবশেষে আইটিবিপির বিশেষ টিম খিমলোগা পাস থেকে বাঙালি পর্যটক সুজয় দলুই-এর দেহ উদ্ধার করেছে।

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...