Saturday, November 8, 2025

রবিতে উত্তরবঙ্গে ঐতিহাসিক চা শ্রমিক সমাবেশ, শনিবার কেন্দ্রীয় কর্মী সম্মেলন মলয়-ঋতব্রতর

Date:

Share post:

রবিবার উত্তরবঙ্গে ঐতিহাসিক চা শ্রমিক সমাবেশ। উপস্থিত থাকবেন তৃণমূলে (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে শনিবার মালবাজারের ফরোয়ার্ড ক্লাবের মাঠে হল চা বাগান শ্রমিকদের প্রথম কেন্দ্রীয় কর্মী সম্মেলন। উত্তরবঙ্গের ৬ টি জেলার চা বাগান শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীরা এই সম্মেলনে যোগ দেন। বিভিন্ন বাগান থেকে আসা ৪৬ জন শ্রমিক প্রতিনিধি সম্মলনে বক্তব্য রাখেন। নিজেদের দাবি-পাওনা নিয়ে আলোচনা করেন। সেই সবের ভিডিও রেকর্ডিং করা হয়েছে এবং খাতাতে নোটও করা হয়েছে। এই নোট পৌঁছে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। মালবাজারের সমাবেশে যোগ দিতে শনিবার সন্ধেয় শিলিগুড়ি পৌঁছেছেন অভিষেক। ঐতিহাসিক শ্রমিক সমাবেশে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তার অপেক্ষায় উত্তরবঙ্গ।

এদিন চা শ্রমিকদের কর্মী সম্মেলন সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়। চলে বিকেল পর্যন্ত। মন্ত্রী মলয় ঘটক (Maloy Ghatak) এবং আইএনটিটিইউসির (INTTUC) রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) উপস্থিত থেকে প্রত্যেকের বক্তব্য শোনেন। মন্ত্রী মলয় ঘটক বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা চা শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। তবে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন তা জানার জন্য এখানকার শ্রমিকরা উন্মুখ হয়ে আছে।“ ঋতব্রত বলেন, “ডুয়ার্স ও তরাইয়ের চা বাগান শ্রমিকদের সঙ্গে আমরা গত দু মাস ধরে টানা বৈঠক করে গিয়েছি। উত্তরবঙ্গের সবকটি জেলায় দার্জিলিং থেকে কোচবিহার চা বাগান শ্রমিকদের কাছে গিয়ে তাঁরা ঠিক কী চাইছেন তা বোঝার চেষ্টা করেছি। ইউনিট ভিত্তিক সমাবেশ হয়েছে। এবার সার্বিকভাবে বৃহত্তর সমাবেশের আয়োজন করা হয়েছে, অভিষেক বন্দোপাধ্যায় সেখানে মূল বক্তা। এই সমাবেশ হবে এযাবৎকালের সব থেকে বড় ও ঐতিহাসিক সমাবেশ।“ এদিন সম্মেলনের পরে মলয় ঘটক, বুলুচিক বরাইককে সঙ্গে নিয়ে রবিবারের সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখেন ঋতব্রত।

আরও পড়ুন- ব্রিটেনের রাজসিংহাসনে বসলেন চার্লস, আজীবন দেশ সেবার শপথ


 

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...