Tuesday, November 4, 2025

Dengue: উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ১২

Date:

Share post:

ডেঙ্গি (Dengue) নিয়ে বাড়ছে চিন্তা, ফের কলকাতার (Kolkata)বুকে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের। জানা যাচ্ছে তিনি হরিদেবপুরের (haridevpur)ব্যানার্জিপাড়া এলাকার বাসিন্দা। মৃত মহিলার নাম কৃষ্ণা গঙ্গোপাধ্যায় (Krishna Ganguly),বয়স ৫৬। পরিবার সূত্রে জানা যায় গত সোমবারই জ্বর আসে ওই মহিলার। তড়িঘড়ি তাঁকে টালিগঞ্জের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং রক্ত পরীক্ষা করা হয়। এরপরই তাঁর ডেঙ্গি রিপোর্ট (Dengue Report)পজিটিভ আসে। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শনিবার রাতে বাইপাসে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। আজ রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে।

হরিদেবপুরের ব্যানার্জিপাড়া এলাকায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু ঘিরে বাড়ছে উদ্বেগ। জানা যায় ৫৬ বছর বয়সী ওই মহিলার ছেলেও আক্রান্ত হয়েছিলেন। তবে আপাতত তিনি সুস্থ আছেন। কয়েকদিন আগে কলকাতা পুরসভার ওই ১১৫ নম্বর ওয়ার্ডেই আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছিল। মাত্র কয়েকদিনের ব্যবধানে একই ওয়ার্ডে দুই ডেঙ্গি আক্রান্তের মৃত্যুতে চিন্তায় বাসিন্দারা। হাসপাতাল সূত্রে খবর, একাধিক অঙ্গ বিকল হতে শুরু করেছিল কৃষ্ণা গঙ্গোপাধ্যায়ের। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না, আজ ভোর পাঁচটায় মারা যান তিনি। এই ঘটনায় চিন্তায় রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২। রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার। প্রতিদিন অন্তত ৪০০-র বেশি মানুষ আক্রান্ত হচ্ছে ডেঙ্গিতে। এর মধ্যে শেষ দশ দিনে মৃতের সংখ্যা পরিসংখ্যানে ৩ হাজার ৭৯ জন। ডেঙ্গি আক্রান্তের নিরিখে শীর্ষে হাওড়া, তারপর জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও মুর্শিদাবাদ। সার্বিকভাবেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যের স্বাস্থ্যকর্তাদের।

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...