প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের বা জেইই-অ্যাডভান্সডের ফলাফল। আজ সকাল ১০টা নাগাদ আইআইটি বম্বে এই ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের (জেইই-অ্যাডভান্সড) অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-তে লগইন করে ফলাফল দেখতে পারবেন।জেইই অ্যাডভান্সডের ‘অ্যানসার কি’-ও প্রকাশ করেছে আইআইটি বম্বে। এদিকে জেইই অ্যাডভান্সডে উত্তীর্ণ প্রার্থীরা Josaa.nic.in-এ ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে কাউন্সেলিং-এর জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:ঐতিহাসিক চা -বাগান কর্মী সম্মেলন , আজ অভিষেকের সমাবেশ

কীভাবে দেখবেন রেজাল্ট?

১) jeeadv.ac.in সাইটে যেতে হবে।

২) ‘Quick Links’-এ JEE (Advanced) 2022 Result-তে ক্লিক করুন।


৩) নয়া একটি পেজ খুলে যাবে।

৪) সেখানে রোল নম্বর, ফোন নম্বর এবং জন্মতারিখ দিয়ে ‘Check Result’-এ ক্লিক করুন।

৫) ডাউনলোড করে প্রিন্ট-আউট করে সেই রেজাল্ট ভবিষ্যতে ব্যবহারের জন্য রেখে দিন।

কীভাবে জেইই-অ্যাডভান্সডের ‘অ্যানসার কি’ দেখবেন?

১) jeeadv.ac.in সাইটে যান।

২) ‘Quick Links’-এ JEE (Advanced) 2022 Papers-তে ক্লিক করুন।

৩) নয়া একটি পেজ খুলে যাবে।

৪) JEE(Advanced) 2021 Final Answer Keys আছে।
৫) তার নীচে Answer Keys (Paper1 and Paper2 Combined): Physics, Chemistry, Maths আছে।
৬) Physics বা Chemistry বা Maths-এ ক্লিক করে ‘অ্যানসার কি’ দেখে নিন।