Wednesday, December 3, 2025

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম‍্যাচেই বাজিমাত সচিনদের

Date:

Share post:

এযেন ফিরে যাওয়া পুরনো সেই দিনে। ব‍্যাট হাতে মাঠে নামলেন সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, সুরেশ রায়না, ইউসুফ পাঠানরা। শুধু মাঠে নামলেনই না দাপটের সঙ্গে জয় পেলেন দক্ষিণ আফ্রিকা লেজেন্ডেসের বিরুদ্ধে। শুক্রবার ছিল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের (Road Safety World Series) ম‍্যাচ। সেখানেই দক্ষিণ আফ্রিকা লেজেন্ডেস তথা প্রাক্তনদের বিরুদ্ধে ৬১ রানে জয় পেল ইন্ডিয়া লেজেন্ডস। ৮২ রানে অপরাজিত থেকে ম‍্যাচের সেরা স্টুয়ার্ট বিনি। ব‍্যাট হাতে ১৬ রান অধিনায়ক সচিন তেন্ডুলকরের।

শনিবার কানপুরের গ্রিন পার্কে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথমে ব্যাট করতে নেমে ঘড়ির কাঁটাকে যেন পিছনের দিকেই টেনে নিয়ে গিয়েছিলেন শচীন তেন্ডুলকর, সুরেশ রায়নারা। ওপেন করতে নেমে মাস্টার ব্লাস্টার নিজে ১৬ রানের ইনিংস খেললেও যেভাবে দুটি বাউন্ডারি হাঁকিয়েছেন তা অনেককেই ফিরে গিয়েছেন পুরোনো স্মৃতিতে। শচীনের সঙ্গে ওপেন করতে নামেন নমন ওঝা। তিনি করেন ২১ রান। সদ্য অবসর নেওয়া সুরেশ রায়না করেন ২২ বলে ৩৩ রান। তবে এদিন সবচেয়ে চমকপ্রদ ইনিংসটি খেলেন স্টুয়ার্ট বিনি। মাত্র ৪২ বলে ৮২ রান করেন তিনি। শেষদিকে মাত্র ১৫ বলে ৩৫ রান করেন ইউসুফ পাঠানও। ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৭ রান করে ইন্ডিয়ান লেজেন্ডস।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৫৬ রানে শেষ হয়ে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের ইনিংস। অধিনায়ক জন্টি রোডস থাকেন ৩৮ রানে অপরাজিত।

ভারত সরকারের সড়ক পরিবহণ মন্ত্রকের উদ্যোগে মূলত পথ সচেতনতা বৃদ্ধির উদ্দেশে এই লিগ শুরু হয়েছে। আর তাতে খেলতে দেখা যাচ্ছে কিংবদন্তি সব ক্রিকেটারদের। শনিবার দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি তথা প্রাক্তনদের সঙ্গে ভারতের প্রাক্তনদের ম্যাচ দিয়ে লিগ শুরু হয়েছে। আর প্রথম ম্যাচেই বাজিমাত করে ইন্ডিয়ান লেজেন্ডস।

আরও পড়ুন:ইউএস ওপেনে মেয়েদের সিঙ্গেলসে চ‍্যাম্পিয়ন ইগা স্বোয়াতেক

 

 

spot_img

Related articles

ভাঙন রোধে মোদি সরকার কিছু করেনি, ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য: মালদহে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মালদহ ও মুর্শিদাবাদের প্রধান সমস্যা গঙ্গা-ভাঙন। কিন্তু সেই ভাঙন (Erosion) রোধে কিছুই করেনি কেন্দ্রে বিজেপি (BJP) সরকার। বুধবার...

বকেয়া টাকা মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, খতিয়ান তুলে কেন্দ্রকে তোপ দোলার 

১০০ দিনের কাজ গ্রামীন আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর...

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বহাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে রায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বহাল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) নির্দেশ খারিজ করে রায় দিল কলকাতা হাই...

বাংলায় কারও সম্পত্তিতে হাত দিতে দেব না: ওয়াকফ আইন নিয়ে গাজোলের সভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

“আমরা ওয়াকফ আইন (Waqf Act) তৈরি করিনি। বিজেপি (BJP) সরকার করেছে। এখানে কারও সম্পত্তিতে হাত দিতে দেব না।“...