ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩২১ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৬০,১১৫.১৩ (⬆️ ০.৫৪%)

🔹নিফটি ১৭,৯৩৬.৩৫ (⬆️ ০.৫৮%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে অবশেষে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। গত কয়েক মাস লাগাতার নিম্নমুখী হওয়ার পর আশার আলো দেখাচ্ছে বাজার। সোমবার এক ধাক্কায় অনেকটা ঊর্ধ্বমুখী হয়ে ৬০ হাজারের গণ্ডি পেল সেনসেক্স। এদিন ৩২১ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১০৩ পয়েন্ট।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। দিনের শেষে দেখা যায় ৩২১ পয়েন্ট বেড়ে ৬০ হাজারের গণ্ডি পেরিয়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩২১.৯৯ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০,১১৫.১৩। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ১০৩ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৯৩৬.৩৫।

Previous articleবগটুই কাণ্ডে স্বস্তি রাজ্যের! রিপোর্ট দেখে সন্তুষ্ট হাইকোর্ট
Next articleউত্তরবঙ্গে বহু কোটি টাকা বিনিয়োগ কোকাকোলার, ৬৬ শতাংশ মহিলা কর্মসংস্থান