Thursday, August 21, 2025

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে হার্দিক-ভুবিদের নিয়ে ধোঁয়াশা রাখল বিসিসিআই

Date:

টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) দলে সুযোগ পেলেও অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা নিয়ে  হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং-দের নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসাবে এই দু’টি সিরিজ অর্থাৎ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ পাবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। সেই দুই সিরিজ অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে রয়েছেন হার্দিক ও ভুবনেশ্বর। অপরদিকে অর্শদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে সেই সিরিজে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে রয়েছেন অর্শদীপ। সেখানে আবার অর্শদীপ থাকলেও দলে নেই হার্দিক ও ভুবনেশ্বর।

এই নিয়ে এদিন বোর্ডের তরফ থেকে বলা হয়, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন হার্দিক, ভুবনেশ্বর ও অর্শদীপকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে হবে। সেখানে দেখা হবে তাঁরা কতটা ফিট রয়েছেন। ”

একনজরে ভারতীয় দল:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল, মহম্মদ শামি ও দীপক চাহার, যশপ্রীত বুমরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, হর্ষল পটেল ও দীপক চাহার।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের জন‍্য দল ঘোষণা ভারতের, চোট সারিয়ে দলে ফিরলেন যশপ্রীত বুমরাহ-হর্ষল প‍্যাটেল

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version