জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় দলের ( India Team) ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি (Veda Krishnamurthy)। কর্ণাটকের ক্রিকেটার অর্জুন হোয়েসালার (Arjun Hoysala) সঙ্গে বাগদান সেরে ফেললেন তিনি। রবিবার সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় ছাড়েন অর্জুন। সেখানে তাঁর আর বেদার ছবি পোস্ট করে জানিয়েছেন যে, আঁংটি দিয়ে বেদাকে বিশেষ প্রস্তাব দিয়েছি, বেদাও উত্তরে হ্যাঁ বলেছেন।
অর্জুন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ি উপত্যকায় বেদার সামনে হাঁটু মুড়ে বসে প্রেম নিবেদন করছেন তিনি। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘এবং, ও হ্যাঁ বলেছে।”
অর্জুন সেই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নতুন জীবনে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন সকলে। পরে বেদাও জানিয়েছেন, অর্জুনকে খুব তাড়াতাড়িই বিয়ে করতে চলেছেন তিনি।
২০২০ সালে শেষবার ভারতীয় দলের জার্সি পড়ে খেলতে দেখা গিয়েছিল বেদাকে। এখনও পর্যন্ত ভারতের হয়ে ৪৮টি এক দিনের ম্যাচ এবং ৭৬টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে, অর্জুন কর্নাটকের হয়ে রঞ্জিট্রফি খেলেছেন। একই রাজ্যের হয়ে খেলেন দুজনে।
আরও পড়ুন:বিরাট কোহলিকে টপকে গেলেন মহম্মদ রিজওয়ান