Sunday, November 16, 2025

ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে থাকতে দিতে হবে ঘণ্টা পিছু টাকা, ঘোষণা রেলের

Date:

ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে আছেন ঘণ্টার পর ঘণ্টা।বসতেই পারেন, কিন্তু তার জন্য দিতে হবে ঘণ্টা পিছু ৩০ টাকা। সম্প্রতি রেল জোনগুলিতে এরকমই কিছু নির্দেশ দিয়েছেন রেলবোর্ডের যুগ্ম নির্দেশক আশুতোষ মিত্র।তিনি জানিয়েছেন, স্টেশনগুলিতে দ্বিতীয় শ্রেণীর প্রতিক্ষালয়গুলি এবার বেসরকারি- সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, বাতানুকূলহীন প্রতিক্ষালয়ে অপেক্ষা করতে ঘণ্টায় দিতে হবে ৩০ টাকা। সেইসঙ্গে স্টেশনের খোলা জায়গাতেও ট্রেনের অপেক্ষা করতে পারবেন না যাত্রীরা। ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে স্টেশনে ঢোকার অনুমতি পাবেন সকলে। এমনিতে কয়েক বছর আগে উচ্চ শ্রেণীর যাত্রীদের জন্য যে বাতানুকূল প্রতিক্ষালয়গুলি ছিল, সেখান থেকে টাকা নেওয়া শুরু হয়। ঘণ্টায় দশ টাকা করে নেওয়া হয়। এতকাল ধরে বাতানুকূল বিহীন প্রতিক্ষালয়গুলি বিনা পয়সায় যাত্রীরা ব্যবহার করতেন। কিন্তু এবার সেখানেও লাগবে টাকা।
কী বলা হয়েছে নতুন নিয়মে ? নির্দেশিকা অনুযায়ী, যাত্রীরা ট্রেন ছাড়ার তিন ঘণ্টা আগে প্রতিক্ষালয়ে আসতে পারবেন এবং অপেক্ষা করতে পারবেন। কিন্তু সেটা অবশ্যই ৩০ টাকা দিয়ে। এদিকে নতুন নিয়ম নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে রেলের অন্দরে। আগামী কয়েকদিনের মধ্যেই এই নিয়ম চালু করা হবে বলে জানিয়েছে রেল।

আরও পড়ুন- নিলামে নরেন্দ্র মোদির উপহার সামগ্রী, নমামি গঙ্গা প্রকল্পে যাবে বিক্রির টাকা
পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘এই সিদ্ধান্তে যাত্রীদের ওপর চাপ পড়বে নিশ্চিত। তবে ঝামেলা এড়াতে এবং খরচ বাঁচাতে এর থেকে ভালো উপায় আর কিছুই নেই। এখন স্লিপারের যাত্রীদের অপেক্ষার খরচ না নেওয়া হলেও, ওই প্রতিক্ষালয়ের সব দায়িত্ব সামলায় বেসরকারি সংস্থা’। নতুন নিয়মের পর বাতানুকূল প্রতিক্ষালয়ের ভাড়া ১০ টাকা থেকে ৫০ হবে বলে জানিয়েছেন রেলকর্তারা। একে একে সব পরিষেবা বেসরকারি সংস্থার হাতে যাবে। তাতে খরচ বাঁচবে রেলের।

Related articles

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...
Exit mobile version