Wednesday, November 5, 2025

বিজেপির গুন্ডাগিরি! মমতার ছবির অবমাননার প্রতিবাদ করায় তৃণমূল নেতাকে বেধড়ক মার

Date:

বিজেপির গুন্ডাগিরির ছবি পূর্ব মেদিনীপুরের তমলুকে (Tamluk)। নবান্ন (Nabanna) অভিযানে আসার নাম করে এলাকায় অশান্তি ছড়ালেন বিজেপির (BJP) কর্মী-সমর্থকরা। শুধু তাই নয়, রঘুরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল (TMC) নেতা তারক জানাকে (Tarak Das) বেধড়ক মারধর করে বিজেপি। সোমবার, সকাল সাড়ে এগারোটা নাগাদ তমলুকের রাধামনি টোল প্লাজার কাছে ঘটনাটি ঘটে। বাঁশ, রড, জুতো দিয়ে রীতিমতো রাস্তায় ফেলে একা তারক জানাকে নৃশংসভাবে মারধর করা হয়। তাঁর জামাকাপড় ছিড়ে দেওয়া হয়।

টোল প্লাজার কাছ থেকে মারতে মারতে অনেকটা পথ নিয়ে যাওয়া হয়। ছুটে পালিয়ে গিয়েও রেহাই পাননি তারক। রীতিমতো “মার মার” বলে তাড়া করে তাঁকে ব্যাপক মারধর করেন বিজেপির নেতা-কর্মীরা। গুরুতর জখম অবস্থায় স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পরে তারককে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হলদিয়ার বিজেপি বিধায়ক নবান্ন অভিযানের জন্য দলবল নিয়ে সাঁতরাগাছির দিকে যাচ্ছিলেন। সেই সময় তমলুকের রাধামনি টোল প্লাজার কাছে তাঁরা পুলিশি বাধায় আটকে যান। সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা ও নেতারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) ছবি, পোস্টার রাস্তায় ফেলে ও ছিড়ে দিয়ে উল্লাস করতে থাকে। সেই সময় ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন রঘুরামপুর ২ গ্রাম পঞ্চায়েত প্রধান। তিনি মুখ্যমন্ত্রীর পোস্টার, ছবিকে এভাবে অবমাননা করার প্রতিবাদ করেন। আর সেই ‘অপরাধে’ বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শেষ পর্যন্ত জেলা পুলিশ গিয়ে মারমুখী বিজেপি কর্মী সমর্থকদের হাত থেকে তারক জানাকে উদ্ধার করে। তারক জানাকে মারধরের তীব্র নিন্দা করেছে জেলা তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।

Related articles

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...
Exit mobile version