Kolkata: শহরে সুরার শপিং মল! একছাদের তলায় দেশি-বিদেশি সব ব্র্যান্ডের মদ

সুরা মল তৈরির কনসেপ্ট ভারতে নতুন নয়। মুম্বাই বা বেঙ্গালুরুতে এই ধরনের মল আগে থেকেই আছে। এবার নতুন সংযোজন কলকাতা। দক্ষিণ কলকাতায় এই মল তৈরি করা হবে মনে করা হচ্ছে।

এখানে ওখান থেকে ঘোরাঘুরি করে আর নিজের পছন্দের সুরা কেনা নয়। এবার জামা কাপড় কেনার মতো এক ছাদের তলায় শীতাতপ (AC) নিয়ন্ত্রিত শপিংমলেই সুরার সম্ভার। কলকাতায় (Kolkata) শুরু হতে চলেছে মদের শপিং মল (Liquor shopping mall)। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই এই মদের শপিং মল আমন্ত্রণ জানাবে শহরের সুরা প্রেমীদের (Liquor Lover)।

সুরা মল তৈরির কনসেপ্ট ভারতে নতুন নয়। মুম্বাই বা বেঙ্গালুরুতে এই ধরনের মল আগে থেকেই আছে। এবার নতুন সংযোজন কলকাতা। দক্ষিণ কলকাতায় এই মল তৈরি করা হবে মনে করা হচ্ছে। প্রস্তাব কার্যকর হলে এটাই হবে রাজ্য তথা পূর্ব ভারতের প্রথম সুরা-মল। আবগারি দফতরের সূত্রে খবর শুধু ভারতীয় মদই নয়, বিশ্বের বিভিন্ন দেশের নামী-দামি ব্র্যান্ডের আলাদা আলাদা বিপণি থাকবে। অস্ট্রেলিয়া, আমেরিকা, আর্জেন্টিনা, ইটালি, প্রায় সব দেশের সুরা মিলবে এই মলে। ফ্রান্সের বিশেষ ওয়াইনও থাকবে বলে জানা যাচ্ছে। হুইস্কি, ভদকা, রাম, বিয়ার তো থাকছেই, পাশাপাশি পাওয়া যাবে নানা ব্র্যান্ডের জিন, টেকিলা, অ্যাবসিন্থ, মিক্সার, টনিকও রাখা থাকবে। বসে মদ্যপানের ব্যবস্থার পাশাপাশি পার্সেল নিয়ে যাওয়ার সব সুযোগই মিলবেই এই শপিংমলে অবস্থিত বিভিন্ন রেস্তোরায়। যেমন মদের ‘উইন্ডো শপিং’ করতে পারবেন, তেমনই সুরা সংক্রান্ত প্রদর্শনীর ব্যবস্থাও থাকবে বলে প্রস্তাব এসেছে বলে খবর। যদিও কারা এই সুরা মল তৈরি করছেন সে ব্যাপারে এখনই স্পষ্ট করে কিছু জানাতে চাইছে না আবগারি দফতর (Excise Department)।