দিঘা সংলগ্ন এলাকায় দুর্ঘটনা এড়াতে ‘ব্ল্যাক স্পট’ চিহ্নিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

দিঘা এখন আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। কিন্তু সেখানে যাতায়াতের রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। সেটা এড়াতে ‘ব্ল্যাক স্পট’ (Black Sport) চিহ্নিত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার, তমলুকের প্রশাসনিক বৈঠক থেকে রাজ্য পুলিশের ডিজি (Police DG) থেকে জেলার পুলিশ সুপারকে কড়া নজরদারির নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিঘা (Digha) এখন আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সেখানে যাচ্ছেন। অনেক সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এক সঙ্গে অনেকের প্রাণহানি ঘটছে। সেই প্রবণতা রুখতে ‘ব্ল্যাক স্পট’ নির্দিষ্ট করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি দিঘা পরিচ্ছন্ন রাখার জন্য দিনে তিনবার পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন মমতা। একই সঙ্গে রাস্তা দ্রুত মেরামত করার কথাও বলেছেন তিনি।

Previous articleGold- Silver Rate: জেনে নিন আজকের সোনা রুপোর দাম
Next articleপুলিশ গুলি চালাতে পারত কিন্তু সেটা কাম্য নয়: বিজেপির অভিযানকে তীব্র ভর্ৎসনা মমতার