১৪৫ যাত্রীসহ টেক অফের আগে আগুন এয়ার ইন্ডিয়ার বিমানে, ব্যাপক আতঙ্ক

0
1

বড়সড় বিপদ থেকে কোনওমতে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার(Air India) বিমান। টেক অফের আগে আগুন ধরে গেল বিমানে। ঘটনাটি ঘটেছে ওমানের (Oman) মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে (Muscat International Airport)। দুর্ঘটনার সময়ে বিমানটিতে ৪ জন শিশু-সহ মোট ১৪৫ জন যাত্রী ছিলেন। প্রথমে ১৪ জন যাত্রির আহত হয়ার খবর পাওয়া গেলেও পরে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ দফতর (Directorate General of Civil Aviation) জানায়, বিমান থেকে যাত্রীদের সুরক্ষিত ভাবে উদ্ধার করা হয়েছে। হতাহতের খবর নেই।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দফতর(DGCA) সূত্রে জানা গিয়েছে, মাসকাট থেকে কোচির উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল বিমানটির। কিন্তু উড়ানের আগেই বিমানটির একটি ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। এই ঘটনার পর তড়িঘড়ি উদ্ধারকার্জে নামে বিমানবন্দরের নিরাপত্তাবাহিনী। দ্রুত যাত্রীদের উদ্ধার করা হয়। একজনও যাত্রী আহত হননি বলে জানায় DGCA। যদিও একটি সূত্রের দাবি, বিমানের ১৪ জন যাত্র আহত হয়েছেন। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছিল বটে, তবে তার আগেই ওই ১৪ জন আহত হন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের একাধিক বিমান সংস্থায় যান্ত্রিক ত্রুটির ঘটনা প্রকাশ্যে আসে। তবে সরকারের হাত থেকে টাটা গোষ্ঠীর হাতে এয়ার ইন্ডিয়া হস্তান্তরের পর এই প্রথম কোনও দুর্ঘটনার বিষয় প্রকাশ্যে এল।