Thursday, August 21, 2025

পাঞ্জাবেও ‘অপারেশন লোটাস’, ১০ আপ বিধায়ককে মাথাপিছু ২৫ কোটির প্রস্তাব! অভিযোগ কেজরিওয়ালের

Date:

মিশন দিল্লি ব্যর্থ হওয়ার পর, এবার সরকার পতনে BJP-র নজরে পাঞ্জাব! এই জল্পনা উস্কে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের একটি অভিযোগকে ঘিরে। ভগবন্ত মান সরকারের পতনের জন্য গেরুয়া শিবিরের পক্ষ থেকে আপ বিধায়কদের ২০ থেকে ২৫ কোটি প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করলেন তিনি। তার দাবি, কয়েকদিন আগে BJP-র পক্ষ থেকে আপ বিধায়কদের সাথে টেলিফোনে যোগাযোগ করা হয়েছিল। এরপর পাঞ্জাবের ভগবন্ত সিং মান সরকারে পতনের জন্য প্রস্তাব দেওয়া হয় বিধায়কদের। ১০ জন আপ বিধায়ককে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কেজরিওয়াল।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে ব্যবস্থা করে দেওয়া হবে বলে প্রস্তাবকারীরা বিধায়কদের আশ্বাস দেওয়া হয়। আর দল ভাঙানোর জন্য বিধায়ক পিছু ২০ থেকে ২৫ কোটি টাকা হবে বলে প্রস্তাব দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। গত এক সপ্তাহের বেশি সময় ধরে বিধায়ক কেনার এই চেষ্টা BJP-র পক্ষ থেকে করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। কোন কোন বিধায়ককে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তা জানাতে চাননি কেজরিওয়াল। পাঞ্জাব সরকার পতনের জন্য BJP-র পক্ষ থেকে যাঁরা বিধায়কদের ফোন করেছিলেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজন পাঞ্জাবের বলে জানিয়েছেন তিনি। এছাড়া বাকিরা BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব বলে জানান তিনি।

আম আদমি পার্টির (AAP) বিধায়ক ও অর্থমন্ত্রী হরপাল চিমা অভিযোগ করেছেন, বিজেপির তরফে তাঁদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে দিল্লি গিয়ে বড় নেতাদের সঙ্গে দেখা করার। এবং দলবদলের ‘মূল্য’ হিসেবে মাথাপিছু ২৫ কোটি করে দেওয়ার।চিমা জানিয়েছেন, এমন প্রস্তাব দিয়ে তাঁদের এও বলা হয়েছে, পাঞ্জাবে রাজনৈতিক ক্ষমতার বদল হলেই দলবদলুদের জন্য থাকবে উঁচু পদ। একবার নয়, এই ধরনের প্রস্তাব একাধিক বার তিনি পেয়েছেন বলে জানিয়েছেন পাঞ্জাবের আপ বিধায়ক।

বর্তমানে ১১৭ আসন বিশিষ্ট পাঞ্জাব বিধানসভায় কেজরিওয়াল দলের বিধায়ক সংখ্যা ৯২। BJP-র বিধায়ক সংখ্যা মাত্র ২। এই অবস্থায় সরকার গঠন করতে হলে BJP-র দরকার কমপক্ষে ৫৭ জন বিধায়কের সমর্থন। পাঞ্জাবে সরকার গঠনে BJP-র পক্ষে আপ বিধায়ক ভাঙানো কতটা সম্ভব হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ  করেছেন অনেকেই।

Related articles

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...
Exit mobile version