Thursday, November 13, 2025

বিদ্যুৎমন্ত্রী পৌঁছতেই নিভল আলো! যোগী সরকারের মুখ ঢাকল অন্ধকারে

Date:

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিদ্যুৎ সরবরাহ (Electricity Distribution) নিয়ে সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিনের। একাধিকবার সরকারের কাছে অভিযোগ জানালেও লাভের লাভ কিছুই হয়নি। দিনের বেশিরভাগ সময়েই লোডশেডিং-এর (Loadshedding) যন্ত্রণা ভোগ করতে হয় উত্তরপ্রদেশবাসীকে। এবিষয়ে সংশ্লিষ্ট দফতরকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Chief Minister Yogi Adityanath) ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও হাল ফেরেনি রাজ্যের বিদ্যুৎ পরিষেবার। সম্প্রতি বিদ্যুৎমন্ত্রী বেরিয়েছিলেন বিদ্যুৎ পরিষেবার হালহকিকত সরজমিনে খতিয়ে দেখতে। আর সেখানেই বাঁধল বিপত্তি!

উত্তরপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী অরবিন্দকুমার শর্মা (Aravind Kumar Sharma) সম্প্রতি বরাবাঁকি জেলার (Barabanki District) জেপি নগর সাব স্টেশনে (JP Nagar Sub Station) যান। আর অফিসে প্রবেশ করতেই আচমকা লোডশেডিং হয়ে যায়। চরম অস্বস্তিতে পড়েন খোদ বিদ্যুৎমন্ত্রী। বেশ কিছুক্ষণ তাঁকে অন্ধকারে বসেও থাকতে হয়। শেষ পর্যন্ত মোবাইলের টর্চ জ্বেলে দফতরের রেজিস্টার ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখেন মন্ত্রী অরবিন্দ। যদিও মন্ত্রী দাবি করেন লোডশেডিং হয়নি। তবে ইতিমধ্যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। ভিডিওটি ছড়িয়ে পড়তেই মুখ পুড়েছে যোগী সরকারের। ধেয়ে এসেছে বিরোধীদের একের পর এক কটাক্ষ। তবে লোডশেডিংয়ের কারণে মন্ত্রীর ধমকের মুখে পড়তে হয় দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের।

যদিও ঘটনার পর টুইট করে বিদ্যুৎমন্ত্রীর দাবি, সাব স্টেশনে লোডশেডিং হয়নি। রেজিস্টার পড়ার সময় কয়েক জন ভালবেসে তাঁর সামনে মোবাইলের টর্চ ধরেছিলেন। সাব স্টেশনের আধিকারিকও অভিযোগ উড়িয়ে জানিয়েছেন, ওইদিন একাধিক অভিযোগের সমাধান করেছেন মন্ত্রী। যদিও বিরোধীরা উত্তরপ্রদেশের মন্ত্রীর ‘মিথ্যে সাফাইয়ে’ কান দিতে নারাজ। ঘটনার তীব্র বিরোধিতায় সরব বিরোধী দল সমাজবাদী পার্টি (Samajwadi Party)।

আরও পড়ুন- ‘সব চোর হ্যায়’, নিজেকে ‘চোরেদের সর্দার’ বললেন বিহারের কৃষিমন্ত্রী


 

 

 

Related articles

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...
Exit mobile version