শিয়ালদহ কামাক্ষ্যা রুটের পুজো স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

ইন্টারনেট এবং প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের (পিআরএস) মাধ্যমে বিশেষ এই ট্রেনের টিকিট কাটা যাবে। তবে স্পেশাল পরিষেবা পেতে এই ট্রেনগুলির টিকিট মূল্য স্বাভাবিক ভাড়ার থেকে বেশি হবে।

যাত্রীদের কথা মাথায় রেখে ফের বড় ঘোষণা রেলের (Rail)। দুর্গা পুজোর আনন্দের মধ্যেই এবার কামাক্ষ্যা যাত্রীদের জন্য সুখবর। উৎসবের মরশুমে স্পেশাল ট্রেন চালাবার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railway)। জানা যাচ্ছে আগামী মাসের শুরুতেই যাত্রীদের আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য অতিরিক্ত পরিষেবা দেবে পূর্ব রেল (Eastern Railway)। আগামী ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বরের মধ্যে প্রতি শুক্রবার শিয়ালদহ- কামাক্ষ্যা এসি পুজো স্পেশাল চলবে। এই শুক্রবার থেকেই শুরু হচ্ছে অগ্রিম বুকিং (Advance booking)।

পুজোর সময় প্রচুর মানুষ বাইরে ঘুরতে যেতে পছন্দ করেন। অনেকের আবার ধর্মস্থানে যাওয়ার প্ল্যানিংও থাকে। সেক্ষেত্রে কামাক্ষ্যা মন্দিরে যাওয়ার পরিকল্পনা করেন অনেকেই। এবার তাঁদের জন্যই সুখবর দিল পূর্ব রেল। শিয়ালদহ কামাক্ষ্যা রুটের পুজো স্পেশাল এসি ট্রেনটি প্রতি শুক্রবার শিয়ালদহ থেকে যাত্রা শুরু করবে। পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বর থেকে একই সঙ্গে শিয়ালদহ-কামাখ্যা ‘সুবিধা স্পেশাল’ হিসেবে আরও একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। আগামী শুক্রবার থেকেই সংশ্লিষ্ট জোড়া স্পেশাল ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা। ইন্টারনেট এবং প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের (পিআরএস) মাধ্যমে বিশেষ এই ট্রেনের টিকিট কাটা যাবে। তবে স্পেশাল পরিষেবা পেতে এই ট্রেনগুলির টিকিট মূল্য স্বাভাবিক ভাড়ার থেকে বেশি হবে।