Thursday, August 28, 2025

পাক প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে উজবেকিস্তানে সাক্ষাতের সম্ভাবনা মোদির

Date:

Share post:

চলতি মাসেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। উজবেকিস্তানে আসন্ন এসসিও সামিটে এই দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনও কিছুই স্পষ্ট করে জানানো হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, উজবেকিস্তানের তাসখন্দে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে।

আগামী ১৫ ও ১৭ সেপ্টেম্বরে উজবেকিস্তানের তাসখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organisation) বা SCO-র বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে একাধির দেশের রাষ্ট্রপ্রধান সহ পাক প্রধানমন্ত্রীরও আসার কথা। পাক সংবাদ মাধ্যমের (Pakistani Media) একাংশের দাবি, এই বৈঠকে যোগ দিতে আসা মোদির সঙ্গে আলাদা করে কথা বলতে মরিয়া শাহবাজ। পাক সরকারের এক আধিকারিকের কথায়, “গত ৬ বছরে একবারের জন্যেও কথা হয়নি দুই দেশের রাষ্ট্রপ্রধানের। SCO-র বৈঠকে যোগ দিতে মোদি-শাহবাজ দু’জনেই যাবেন। তাই আলাদা করে বৈঠক করা যায় কিনা তার চেষ্টা করা হচ্ছে।” যদিও নয়াদিল্লির তরফে এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। এই SCO-র বৈঠকে ভারত, পাকিস্তান ছাড়াও থাকবেন চিন, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তানের রাষ্ট্রপ্রধানরা।

২০১৯-এ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ভারতীয় সংবিধানের ধারা ৩৭০ ও ৩৫(ক) (Article 370 and 35A) বিলোপ করে মোদি সরকার (Modi Government)। এর পর থেকেই নতুন করে কাশ্মীর (Kashmir) ইস্যুতে সরব হয়েছে পাকিস্তান। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (Organisation of Islamic Cooperation) বা OIC ভুক্ত দেশগুলির কাছে এই নিয়ে ইতিমধ্যেই নালিশ জানিয়েছে পাকিস্তান। SCO-র বৈঠকে কাশ্মীর (Kashmir) ইস্যু তোলা হবে বলে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসলামাবাদ। ফলে এই পরিস্থিতিতে যদি মোদি-শাহবাজ বৈঠক হয় তবে আন্তর্জাতিক ক্ষেত্রে এই বৈঠক যে বেশ তাৎপর্যপূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...