Sunday, November 2, 2025

গত আড়াই বছর ধরে লড়াই চলছে তাহলে কি এবার শেষের পথে মারণ ভাইরাস করোনার(Corona) প্রভাব? গত কয়েক সপ্তাহ ধরে যে উল্লেখযোগ্য হারে সংক্রমণ কমেছে তাতে আশা প্রকাশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO)। ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম এক সপ্তাহে এত কম সংক্রমণ বিশ্বের বুকে।

সাল ২০১৯, ভারতের প্রতিবেশী রাষ্ট্র চিনের (China) বুকে মিলল করোনা ভাইরাসে আক্রান্তের হদিশ। তারপর থেকেই অতিমারির দাপটে কার্যত পর্যুদস্ত গোটা বিশ্ব। প্রায় ৬৫ লক্ষেরও বেশি মানুষ মারা গেছেন, সংক্রমণ গ্রাস করেছে ৬১ কোটিরও বেশি মানুষকে। তবে এর মাঝেও লড়াই করতে শিখেছে বিশ্ববাসী। আবিষ্কার হয়েছে করোনা ভাইরাসের প্রতিষেধক। আর তার উল্লেখযোগ্য ব্যবহারে কমেছে করোনা সংক্রমিতের সংখ্যা। তাহলে কি সত্যিই শেষ হতে চলেছে মারণ ভাইরাসের দাপট? বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health  Organisation) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) জানিয়েছেন, গোটা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ নাটকীয় ভাবে কমে গিয়েছে। তিনি মনে করছেন করোনার শেষ দেখা যাচ্ছে। গত এক সপ্তাহের করোনা গ্রাফ দেখে আশা জেগেছে বিশেষজ্ঞদের মনে। যদিও আমেরিকা ও ব্রিটেনে বিএ.৪.৬ নামে ওমিক্রনের একটি উপপ্রজাতি ছড়াচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু তাতেও ভয়ের কিছু নেই বলেই মনে করছে হু (WHO)। বরং অতিমারির শেষ দেখতে পাচ্ছে তারা। তবে অ্যাডানম জানিয়েছেন, এখনই বিষয়টিকে হালকা ভাবে নেওয়া উচিত হবে না তাঁর কথায়, ‘‘ম্যারাথন প্রতিযোগিতায় ফিনিশিং লাইনের কাছে এসে দৌড় থামিয়ে দেওয়া কখনওই উচিত নয়।’’ করোনা ভাইরাসের সঙ্গে লড়াইটা আজীবন চালিয়ে যেতে হবে এই ভাবনা থেকেই আমেরিকা এবং ইউরোপের বেশ কিছু দেশে করোনা বিধি সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। তবে সতর্কতা মেনে এগিয়ে চলা প্রয়োজন, এমনটাই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের।

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version