Thursday, December 18, 2025

আড়াই বছর পর শেষ হতে চলেছে করোনা, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

Share post:

গত আড়াই বছর ধরে লড়াই চলছে তাহলে কি এবার শেষের পথে মারণ ভাইরাস করোনার(Corona) প্রভাব? গত কয়েক সপ্তাহ ধরে যে উল্লেখযোগ্য হারে সংক্রমণ কমেছে তাতে আশা প্রকাশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO)। ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম এক সপ্তাহে এত কম সংক্রমণ বিশ্বের বুকে।

সাল ২০১৯, ভারতের প্রতিবেশী রাষ্ট্র চিনের (China) বুকে মিলল করোনা ভাইরাসে আক্রান্তের হদিশ। তারপর থেকেই অতিমারির দাপটে কার্যত পর্যুদস্ত গোটা বিশ্ব। প্রায় ৬৫ লক্ষেরও বেশি মানুষ মারা গেছেন, সংক্রমণ গ্রাস করেছে ৬১ কোটিরও বেশি মানুষকে। তবে এর মাঝেও লড়াই করতে শিখেছে বিশ্ববাসী। আবিষ্কার হয়েছে করোনা ভাইরাসের প্রতিষেধক। আর তার উল্লেখযোগ্য ব্যবহারে কমেছে করোনা সংক্রমিতের সংখ্যা। তাহলে কি সত্যিই শেষ হতে চলেছে মারণ ভাইরাসের দাপট? বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health  Organisation) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) জানিয়েছেন, গোটা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ নাটকীয় ভাবে কমে গিয়েছে। তিনি মনে করছেন করোনার শেষ দেখা যাচ্ছে। গত এক সপ্তাহের করোনা গ্রাফ দেখে আশা জেগেছে বিশেষজ্ঞদের মনে। যদিও আমেরিকা ও ব্রিটেনে বিএ.৪.৬ নামে ওমিক্রনের একটি উপপ্রজাতি ছড়াচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু তাতেও ভয়ের কিছু নেই বলেই মনে করছে হু (WHO)। বরং অতিমারির শেষ দেখতে পাচ্ছে তারা। তবে অ্যাডানম জানিয়েছেন, এখনই বিষয়টিকে হালকা ভাবে নেওয়া উচিত হবে না তাঁর কথায়, ‘‘ম্যারাথন প্রতিযোগিতায় ফিনিশিং লাইনের কাছে এসে দৌড় থামিয়ে দেওয়া কখনওই উচিত নয়।’’ করোনা ভাইরাসের সঙ্গে লড়াইটা আজীবন চালিয়ে যেতে হবে এই ভাবনা থেকেই আমেরিকা এবং ইউরোপের বেশ কিছু দেশে করোনা বিধি সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। তবে সতর্কতা মেনে এগিয়ে চলা প্রয়োজন, এমনটাই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের।

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...