ভর দুপুরে হুগলির (Hooghly) ডানকুনিতে সোনার দোকানে (Gold Shop) ভয়াবহ ডাকাতি। ক্রেতা সেজে দোকানে ঢুকে কর্মীদের ওপর অভিযোগ দুষ্কৃতীদের (antisocial) বিরুদ্ধে। দোকান সূত্রে খবর প্রথমে দুজন দুষ্কৃতি ক্রেতা সেজে দোকানের ভেতরে ঢোকেন বাইরে তখন অপেক্ষা করছিলেন বাকিরা। ওই দুজন হঠাৎ করেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের সব জিনিস দিয়ে দেওয়ার কথা বললে আরও তিনজন ভেতরে ঢুকে আসে। বাড়িতে তখন বাইকে অপেক্ষা করছিলেন আরও এক দুষ্কৃতি। দোকানে নিরাপত্তা রক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে চলে লুঠ। দোকানের কর্মীদের এবং নিরাপত্তা রক্ষীদের বাইরে বের করে দোকানের ভেতরে একের পর এক সোনার জিনিস নেওয়ার পর সোজা চম্পট দেয় দুষ্কৃতীর দল। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখিয়ে নাকা চেকিং করার পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
