“ডোন্ট টাচ মাই বডি” নিয়ে গান বাঁধলেন কবীর সুমন! সেই “এসো সখী” এখন নেটিজেনদের খোরাক

সুমন তাঁর পোস্টে সম্ভবত বোঝাতে চেয়েছেন শুভেন্দু আসলে মহাভারতের দুর্যোধন। যিনি দ্রৌপদীকে অপমান করেছিলেন

নবান্ন অভিযানের দিন সকাল সকাল স্বইচ্ছায় পুলিশের হাতে ধরা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর লালবাজারে গিয়ে আরাম করতে করতে হাসি মশকরা। চা-কোলড্রিঙ্ক কিছুই বাকি ছিল না। সেই পর্বে এক মহিলা পুলিশকর্মীকে দেখে ভুলভাল ইংরেজিতে শুভেন্দুর সংলাপ “ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি। আই অ‌্যাম মেলস” এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিমের ছড়াছড়ি। হাসির খোরাক নেটিজেনদের।

এবার শুভেন্দুর সেই সংলাপকে নিয়ে গান বাঁধলেন কবীর সুমন। ফেসবুক পোস্টে যাঁর উপরে লেখা, “আমি নই ভীম। খাই হিমসিম। কার যেন উরুভঙ্গে..।”এই ঘটনা নিয়ে একটি ছবিও পোস্ট করেছেন সুমন। যেখানে মহাভারতের একটা ঘটনা তুলে ধরেছেন। সুমনের এই গান এখন ভাইরাল।

সুমন তাঁর পোস্টে সম্ভবত বোঝাতে চেয়েছেন শুভেন্দু আসলে মহাভারতের দুর্যোধন। যিনি দ্রৌপদীকে অপমান করেছিলেন। সেই ভীম ভেঙে দিয়েছিলেন দুর্যোধনের উরু। কবীর সুমন ইঙ্গিত দিয়েছেন, শুভেন্দু কথায় কথায় রাজ্যের মহিলা মুখ‌্যমন্ত্রীকে অপমান করেন। “উরুভঙ্গ”র ভয়েই কি নবান্ন অভিযান থেকে তড়িঘড়ি পলায়ন? পুলিশ দেখেই কিছুটা ফাঁকা আওয়াজ দিয়ে গুটি গুটি প্রিজন ভ‌্যানে উঠে পড়লেন? শুভেন্দুকে নিয়ে লেখা গানে সুমন একটি অংশে বলছেন, “এসো ভ‌্যানে উঠে পড়ি। করি হাত ধরাধরি। যা হবার ভ‌্যানে হোক। এসো সখী।”

আরও পড়ুন:বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৭