Monday, August 25, 2025

বিজেপিতে শুভেন্দু-সুকান্তরা নখের যোগ্য নয় দিলীপের যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন কুণাল

Date:

বিজেপির নবান্ন অভিযানকে ফের কটাক্ষ করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। নবান্ন অভিযানকে “ফ্লপ” ব্যাখ্যা দিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কুণাল। গেরুয়া শিবিরের এই দুই নেতার থেকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেই এগিয়ে রাখলেন তৃণমূল মুখপাত্র। বললেন, দিলীপ ঘোষের নখের যোগ্য নয় সুকান্ত বা শুভেন্দু।

আরও পড়ুন: বেলাগাম অগ্নিমিত্রা, লোক খেপিয়ে পাথরবৃষ্টির ইচ্ছে প্রকাশ! পাল্টা তোপ কুণালের

কিন্তু কেন? যুক্তি সহকারে তারও ব্যাখ্যা দিয়েছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “দিলীপ ঘোষের নখের যোগ্য নয় এই সুকান্ত ও শুভেন্দু। দিলীপবাবুর সঙ্গে আমাদের নীতিগত পার্থক্য রয়েছে। কিন্তু তবুও বলবো তিনি নেতা হিসেবে বাকি দু-জনের থেকে অনেক যোগ্য। অনেক এগিয়ে। বিজেপিতে বাকি দু’জনের থেকে দিলীপবাবুর গ্রহণযোগ্যতাও বেশি। দিলীপ ঘোষের মুখের ভাষার আমরা বিরোধিতা করি, কিন্তু নবান্ন অভিযানের দিন তিনি দায়িত্বশীল আচরণ করেছেন। সেটা ওদের দিল্লির নেতারাও বুঝতে পেতেছেন। তাই অপদার্থ সুকান্তকে সরিয়ে ফের হয়তো দিলীপ ঘোষকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব।”

বিরোধী দলের নেতা হিসেবে তৃণমূল যে সুকান্ত-শুভেন্দুর থেকে দিলীপ ঘোষকেই বেশি গুরুত্ব দেয় এদিন তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক থেকে সেকথাও স্পষ্ট করেন কুণাল ঘোষ। তিনি বলেন, “রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও বিজেপির যে কোনও কর্মসূচিতে দিলীপ ঘোষের উপস্থিতি, তাঁর বক্তব্যের দিকে আমাদের নজর থাকে। তাঁকে গুরুত্ব দিই আমরা। কিন্তু বাকি নেতারা শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারদের কোনও গুরুত্ব নেই আমাদের কাছে। আবারও বলছি, সুকান্ত-শুভেন্দু কেউ দিলীপবাবুর নখের যোগ্য নয়।”

দলবদল শুভেন্দু কিংবা অপরিণত সুকান্তর থেকে বিজেপির কর্মী-সমর্থকদের কাছে দিলীপ ঘোষের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা বেশি বলেও মনে করেন কুণাল ঘোষ। নবান্ন অভিযান প্রসঙ্গ টেনে তৃণমূল নেতা বলেন, “ওইদিন বিনাবাধায় পায়ে হেঁটে পুলিশের গাড়িতে উঠে কর্মসূচি ছেড়ে পালিয়েছে ভীরু-কাপুরুষ শুভেন্দু। আর সুকান্তর কোনও গ্রহণযোগ্যতা নেই। কয়েক বছর সবে নতুন পার্টিতে এসেছে। লোকবল নেই। তাই প্রচারে ভেসে থাকতে ইট-পাটকেল ছোঁড়ার মতো কাজ করেছেন। বিরোধী দলের নেতা হিসেবে এদের থেকে দিলীপ ঘোষের পারফরম্যান্স অনেক ভালো।”

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version