Saturday, August 23, 2025

ত্রিপুরা বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পায়ে ৭৫ হাজারের জুতো! নিন্দার ঝড়

Date:

শিল্প নেই। কর্মসংস্থান নেই। নেই ভালোমানের স্বাস্থ্য পরিষেবা। বেশিরভাগ মানুষের দু’বেলা দু’মুঠো খাবার জোটে না। সেই নেই রাজ্যে বর্তমান শাসক দলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পায়ে কি-না ৭৫ হাজারের জুতো! হ্যাঁ, ত্রিপুরার প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেবের পায়ে ৭৫ হাজারি জুতো! যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। নেট দুনিয়ায় তুমুল ভাইরাল বিপ্লবের সেই জুতো জোড়া।

বিপ্লববাবু এবার রাজ্যসভায় যাবেন। তার আগে পিছিয়ে পড়া এই রাজ্যের শাসক দলের অন্যতম শীর্ষ নেতার
পায়ে এই “মহার্ঘ” জুতো নিয়ে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। বিশ্ববিখ্যাত “লুই ভিতাঁ” ব্র্যান্ডের জুতোর বিষয়টি সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। যদিও বিজেপি আইটি সেল “ড্যামেজ কন্ট্রোল”-এ নেমে দাবি করেছে, বিপ্লবের পায়ে যে জুতোর ছবি ভাইরাল হয়েছে, তার দাম নাকি মাত্র ৪০০ টাকা। তবে বিজেপির নেতা-মন্ত্রীরা এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। মুখ লুকিয়ে বেড়াচ্ছেন।

তৃণমূল-সহ বিরোধীদের বক্তব্য, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে নিজের নামাঙ্কিত ১০ লাখি পোশাক পরেন, সেখানে বিজেপির একজন রাজ্য নেতা হিসেবে বিপ্লবের পায়ে ৭৫ হাজারি জুতো দেখা যাবে, সেটাই তো স্বাভাবিক! বিরোধীদের আরও খোঁচা, রান্নার গ্যাস-সহ জ্বালানির দামবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর আকাশ ছুঁয়েছে।
দেশের মানুষ খেতে পেলেন কি না সেদিকে নজর নেই, বিজেপি নেতারা শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। মানুষ সব দেখছে, বুঝছে। সময় মতো জবাব মানুষই দেবে।

আরও পড়ুন:আটদিন বন্দি করে মহিলাকে শারীরিক নির্যাতন, ফের কাঠগড়ায় যোগীরাজ্য

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version