Thursday, August 28, 2025

ডেঙ্গি (dengue) নিয়ে বাড়ছে চিন্তা , দুর্গা পুজোর (Durga Puja)আগেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চিন্তায় রাজ্যের স্বাস্থ্য দফতর (Health Department)। হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, উদ্বেগ বাড়াচ্ছে ক্রমবর্ধমান মৃত্যু হার। এর মাঝেই নতুন করে ডেঙ্গুর চরিত্র নিয়ে বৈঠক করছে কলকাতা পুরসভা (KMC)। প্লেটলেট কমছে না কিন্তু অক্সিজেনের ঘাটতি চোখে পড়ছে ডেঙ্গুর এই নতুন ভ্যারিয়েন্টে। এবার কি ডেঙ্গু মিশছে করোনা ভাইরাসে? শুক্রবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কথাতেও শোনা গেল সেই আশঙ্কার সুর। সম্প্রতি এক ডেঙ্গি আক্রান্ত শিশুর রিপোর্টের কথাও এদিন উল্লেখ করেন ফিরহাদ হাকিম। সেই রিপোর্টে দেখা গিয়েছে, শিশুটির শরীরে প্লেটলেট কমছে না। কিন্তু অক্সিজেন কমে যাচ্ছে।

ক্রমাগত উদ্বেগ বাড়ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে। ডেঙ্গির চরিত্র বদল নিয়ে চিন্তায় পুরনিগম। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরকে এই বিষয়টি জানিয়েছেন ফিরহাদ হাকিম। মেয়র জানান, ডেঙ্গির চরিত্রে বদল এসেছে বলে মনে করা হচ্ছে। তিনি জানান আগে পুরসভা গাপ্পি মাছ ছাড়ত, পাশাপাশি এলাকা পরিষ্কার রাখার কথা বলা হত। এখন একটা নতুন কোনও স্ট্রেন এসেছে। ফলে ডেঙ্গি মিউটেট করছে। যার ফলে এমন কিছু উপসর্গ দেখা যাচ্ছে যা সাধারণত আগে দেখা যেত না। এর থেকেই সন্দেহ বাড়ছে যে হয়তো ডেঙ্গি মিশে যাচ্ছে করোনার সঙ্গে। ঠিক এমন আশঙ্কাই প্রকাশ করেছেন মেয়র। ডেন-৩ তো ডেঙ্গির একটি মিউটেটেড ফর্ম , স্বীকার করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে যেহেতু দুটো ভাইরাসের চরিত্র সম্পূর্ণ আলাদা তাই মিশে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম বলে মত চিকিৎসকদের। তবে যদি এমন ঘটনা ঘটতে থাকে তাহলে বড় বিপর্যয় আসতে চলেছে বলে মনে করছেন ডাক্তাররা, কারণ এই রোগের কোনও চিকিৎসা আপাতত নেই।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version