Friday, November 14, 2025

বৃহস্পতিবারই টেনিস থেকে অবসর ঘোষণা করেছেন রজার ফেডেরার ( Roger Federer)। লেভার কাপের পর আর প্রতিযোগিতামূলক টেনিস খেলবেন না বলে জানিয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এমনটাই ঘোষণা করেছেন তিনি। গত বছর উইম্বলডনের পর চোটের জন্য খেলেননি ফেডেরার। তাঁর কোর্টে ফেরা নিয়ে চলছিল জল্পনা। তার মধ্যেই অবসর ঘোষণা করেন তিনি। আর ফেডেরারের এমন বিদায়বার্তা স্বাভাবিকভাবেই আলোচিত হচ্ছে ক্রীড়াজগতে। এই পরিস্থিতিতে এবার ফেডেরারকে শুভেচ্ছা জানালেন ক্রীড়াজগতের দুই কিংবদন্তী লিওনেল মেসি এবং রাফায়েল নাদাল। ফুটবল জগতের মানুষ হলেও মেসি ফেডেরারের অন্যতম বড় অনুরাগী। এদিকে টেনিস জগতে দুই মহারথী হিসেবে একে অন‍্যের সঙ্গে লড়ে গিয়েছেন ফেডেরার-নাদাল, অথচ দুজনের মধ্যেকার শ্রদ্ধা ও ভালোবাসা দেখার মত।

ফেডেরার অবসর নিতেই মেসি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “একজন অসাধারণ খেলোয়াড়, টেনিসের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব, এবং একজন অ্যাথলিট হিসেবে সকলের কাছে উদাহরণ। নতুন মঞ্চের জন্য শুভেচ্ছা, আমরা আপনাকে কোর্টে মিস করব।”

অপরদিকে কোর্টে যার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতে উঠতেন রজার, সেই নাদাল তার সোশ্যাল মিডিয়ায় লেখেন,” প্রিয় রজার, আমার প্রিয় বন্ধু ও প্রতিদ্বন্দ্বী। আমি চাইতাম যাতে এমন দিন কখনও না আসুক। আমার কাছে ব্যক্তিগতভাবে এবং ক্রীড়া বিশ্বের জন্য এটি খুবই দুঃখের দিন। খুবই আনন্দের এবং গর্বের বিষয় যে তোমার সঙ্গে এত বছর খেলতে পেরেছি, কোর্টের ভেতরে ও বাইরে এত মুহুর্ত উপভোগ করতে পেরেছি। আগামী ভবিষ্যতেও আমরা এমন আরও মুহুর্ত ভাগ করব, এখনও একসঙ্গে অনেক কিছু করার আছে, আমরা জানি। এখন, আমি তোমাকে শুভেচ্ছা জানাই তোমার স্ত্রী মিরকা, তোমার সন্তান, তোমার পরিবারের সঙ্গে আগামী দিনগুলির জন্য। লন্ডনে দেখা হচ্ছে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...
Exit mobile version