Sunday, August 24, 2025

“আমি খুব অসুস্থ, আপনি বিচার করুন”, ফের ছলছল চোখে জামিনের কাতর আর্তি পার্থর

Date:

ফের একবার আদালতে সশরীরে হাজিরা দিতে হল জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattapadhyay)। আজ, শুক্রবার আলিপুর জর্জ কোর্টের (Alipore Judge Court) বিশেষ সিবিআই আদালতে এসএসসি দুর্নীতি মামলার শুনানি ছিল। সেখানেই দু’পক্ষের সওয়াল-জবাবের সময়ে কার্যত কেঁদে ফেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। বিচারকের কাছে তিনি নিজেই জামিনের (Bail)কাতর আবেদন জানান।

এদিন বিচারকের সামনে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় ছলছল চোখে করুন মুখে বলেন, “আমার ভূমিকা কী? প্রাথমিক বোর্ড কিংবা এসএসসি (SSC) স্বয়ংশাসিত দফতর। তারা প্রার্থীদের বাছাই করত। স্যার, আমি খুব অসুস্থ। কে আমাকে সাহায্য করবে! সারাদিন অনেক ওষুধ খাই। বিচারের প্রতি আস্থা রাখছি। আপনি আপনার মতো বিচার করবেন। আপনার কাছে বিচারের আশায় আছি।”

ইডি হেফাজতের পর পার্থ চট্টোপাধ্যায় এখন প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি। ইডির পর এবার সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে তদন্তে গতি বাড়াতে চায়। সিবিআই-এর দাবি, এসএসসি নিয়োগে দুর্নীতিতে মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তাঁর নির্দেশেই সমস্ত কিছু হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পার্থকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় তারা।

এরপর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেল এখন জেল হেফাজতেই রয়েছেন। তাই আলাদা করে কেন তাকে গ্রেফতার করতে চাইছে সিবিআই? জেলে গিয়েই তো জিজ্ঞাসাবাদ করা যায়। কোনও দুর্নীতি হয়ে থাকলে ওনার আড়ালে হয়েছে। সমাজের প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের দায়বদ্ধতা প্রমাণিত। অভিযোগও এখনও প্রমাণিত নয়। উনি কোথাও পালিয়েও যাচ্ছেন না। তা হলে হেফাজতের কী প্রয়োজন? তাই পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলেও তদন্তে কোনও সমস্যা হবে না সিবিআইয়ের।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version