Saturday, November 22, 2025

“আমি মরে যাব, বেরোতে দিন”! আদালত চত্বরে চিৎকার পার্থর

Date:

Share post:

আজ, শুক্রবার আলিপুর জর্জ কোর্টে সিবিআই বিশেষ আদালতে সশরীরে হাজিরা দিতে হয়েছিল এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে। আর সেখানেই
আদালত কক্ষ থেকে কোর্ট লকআপে নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যম থেকে শুরু করে আইনজীবী, উৎসুক জনতা ও পুলিশের উপচে পড়া ভিড়। মিডিয়া থেকে তাঁকে আড়াল করতে ভিড় ঠেলে পার্থ চট্টোপাধ্যায়কে কার্যত জাপটে ধরে নিয়ে যায় পুলিশ। ভিড়ের মধ্যে তখনই পার্থর আর্তনাদ, “মরে যাব, আমি মরে যাব। আমাকে বেরোতে দিন!”

এদিন তাঁর সঙ্গেই কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয় মধ্যশিক্ষা পর্যদের প্রাক্তন সবাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়কেও। এদিনও শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের হতেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দেখে “চোর চোর” চিৎকার শুরু হয়।

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি কাণ্ডে মানি লন্ডারিং মামলায় গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এরপর ইডি হেফাজত শেষে এতদিন পর্যন্ত প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি ছিলেন তিনি। এবার পার্থকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে যায় আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। তাদের দাবি, এসএসসি নিয়োগে দুর্নীতিতে মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তাই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে নিজেদের হেফাজতে চেয়ে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় তারা। সেই মামলার শুনানিতে এদিন আলিপুর জর্জ কোর্টের বিশেষ সিবিআই আদালত পার্থ চট্টোপাধ্যায়কে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত দেয় আদালত।

 

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...