Tuesday, November 4, 2025

আজ, শুক্রবার আলিপুর জর্জ কোর্টে সিবিআই বিশেষ আদালতে সশরীরে হাজিরা দিতে হয়েছিল এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে। আর সেখানেই
আদালত কক্ষ থেকে কোর্ট লকআপে নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যম থেকে শুরু করে আইনজীবী, উৎসুক জনতা ও পুলিশের উপচে পড়া ভিড়। মিডিয়া থেকে তাঁকে আড়াল করতে ভিড় ঠেলে পার্থ চট্টোপাধ্যায়কে কার্যত জাপটে ধরে নিয়ে যায় পুলিশ। ভিড়ের মধ্যে তখনই পার্থর আর্তনাদ, “মরে যাব, আমি মরে যাব। আমাকে বেরোতে দিন!”

এদিন তাঁর সঙ্গেই কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয় মধ্যশিক্ষা পর্যদের প্রাক্তন সবাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়কেও। এদিনও শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের হতেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দেখে “চোর চোর” চিৎকার শুরু হয়।

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি কাণ্ডে মানি লন্ডারিং মামলায় গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এরপর ইডি হেফাজত শেষে এতদিন পর্যন্ত প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি ছিলেন তিনি। এবার পার্থকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে যায় আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। তাদের দাবি, এসএসসি নিয়োগে দুর্নীতিতে মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তাই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে নিজেদের হেফাজতে চেয়ে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় তারা। সেই মামলার শুনানিতে এদিন আলিপুর জর্জ কোর্টের বিশেষ সিবিআই আদালত পার্থ চট্টোপাধ্যায়কে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত দেয় আদালত।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version