Friday, December 19, 2025

বাঘমুখো বিশেষ বিমানে ভারতে আসছে বিলুপ্ত নামিবিয়ার চিতা

Date:

Share post:

এদেশের মাটিতে পা পড়তে চলেছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণীর। রীতিমত রাজকীয়ভাবেই নিয়ে আসা হচ্ছে তাদের। এর জন্য প্রস্তুত করা হয়েছে জাম্বো জেট। শুধু তাই নয়, বিশেষভাবে সাজানো হয়েছে ওই বিমানটিকে। উড়ানের সামনের অংশটি সেজে উঠেছে বনের রাজার মুখের আদলে। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই বেজায় খুশি পশুপ্রেমীরা। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই নামিবিয়া থেকে ভারতে আনা হবে ৮টি চিতাকে। তার জন্যেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে সেদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন।

নামিবিয়া থেকে চিতাগুলিকে ভারতে নিয়ে আসতে বুধবারই সেখানে পৌঁছে যায় বিশেষ বিমান। সেই ছবি পোস্ট করে টুইট করে ভারতীয় হাইকমিশন। সেখানে দেখা গিয়েছে, চিতাগুলিকে আনতে বি৭৪৭ জাম্বো জেট পাঠিয়েছে নয়াদিল্লি। এই বিমানটির মুখের অংশটিকেই বাঘের মুখের আদলে সাজানো হয়েছে। “ব্যাঘ্রভূমিতে সৌভাগ্য়ের স্বপ্ন নিয়ে অবতরণ করেছে বিশেষ পাখি,” বিমানটি অবতরণ করতে না করতেই তা নিয়ে টুইট করে ভারতীয় হাইকমিশন। উল্লেখ্য, এবার ৮টি চিতা নামিবিয়া থেকে ভারতে আনা হচ্ছে। এর মধ্যে ৫টি মহিলা ও ৩টি পুরুষ চিতা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

আফ্রিকা থেকে ভারত – এই দীর্ঘযাত্রা পথে চিতাগুলির যাতে কোনও সমস্যা না হয়, তার জন্যেও বিমানে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। হাই কমিশন সূত্রে খবর, বিমানটির ভিতরের অংশে যথেষ্ট জায়গা রয়েছে। ফলে খাঁচার ভিতরে থাকলেও চিতাগুলির নড়াচড়া করতে কোনও অসুবিধা হবে না। পাশাপাশি, এই বিমানে তাদের যাত্রার ধকলও পড়বে কম। কারণ এই জাম্বো জেট একটানা ১৬ ঘণ্টা উড়ে চলে আসতে পারবে ভারত। মাঝে পথে কোথাও বিমানটি থামবে না। এমনকি মাঝ আকাশে এর জ্বালানি ভরারও প্রয়োজন হবে না বলে হাইকমিশন অফিস সূত্রে খবর।
তবে খালি পেটেই দীর্ঘপথ আসতে হবে চিতাগুলিকে। পশু চিকিৎসকদের দাবি, ভরা পেটে বিমানে এতটা দীর্ঘপথ উড়ানে পাড়ি দেওয়া চিতাগুলির পথে মোটেই স্বাস্থ্যকর নয়। সেটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিতাগুলিকে রাজস্থানের জয়পুর নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। একটা সময় ভারতে চিতা পাওয়া গেলেও স্বাধীনতার পর এই প্রাণীটি ধীরে ধীরে সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়ে যায়। তার পর থেকেই ফের ভারতের মাটিতে চিতা নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল নয়াদিল্লি। দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত ভারতে চিতা দিতে রাজি রয়েছে নামিবিয়া। সেই মতো আগামী ১৭ সেপ্টেম্বর এদেশের মাটিতে পা দেবে চিতাগুলি। আর মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে সেগুলিকে ছেড়ে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

spot_img

Related articles

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...