Sunday, November 9, 2025

ঘরোয়া টি-২০ ফর্ম‍্যাটে নতুন নিয়ম আনছে বিসিসিআই: সূত্র

Date:

টি-২০ ফর্ম‍্যাটে নতুন নিয়ম আনতে চলেছে বিসিসিআই (BCCI)। সূত্রের খবর, আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির মত টি-২০ টুর্নামেন্টগুলিতে এক নতুন নিয়ম আনতে চলেছে বিসিসিআই। এই নিয়ম হল, ইমপ্যাক্ট প্লেয়ার। বিসিসিআইয়ের তরফ থেকে জানা গিয়েছে, এই ইমপ্যাক্ট প্লেয়ার হল একজন পরিবর্ত খেলোয়াড়, যা প্রতিটি দলে থাকবে এবং খেলায় অংশগ্রহণ করতে পারবে। সূত্রের খবর, এই নিয়ে ইতিমধ্যে বিসিসিআই  সমস্ত রাজ্য অ্যাসোসিয়েশনকে সার্কুলার পাঠিয়েছে।

সেই সার্কুলারে বলা হয়েছে,”টি-২০ ক্রিকেটের উত্তরোত্তর জনপ্রিয়তা বৃদ্ধিতে, এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা খেলার নতুন ক্ষেত্রকে বিচরণ করি এবং শুধু দর্শকদের জন্য নয়, অংশগ্রহণকারী দলগুলির স্ট্র্যাটেজিক দৃষ্টিভঙ্গি আরও আকর্ষণীয় করা যায় যাতে এই ফর্ম্যাট আরও স্পেশ্যাল হয়।” এরপর ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম উল্লেখ করে বিসিসিআই লিখেছে, “প্রতিটি দলকে প্রথম একাদশের সঙ্গে সঙ্গে চারটি পরিবর্তের নাম ঘোষণা করে হবে টসের সময়। এই চার পরিবর্তের মধ্যে, একজন খেলোয়াড়কে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা যাবে।”

এর পাশাপাশি আরও বলা হয়, “প্রতিটি দল উভয় ইনিংসের ১৪তম ওভারের আগে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ব্যবহার করতে পারবে। ১৪তম ওভারের আগে প্লেয়িং একাদশের ১১ বা ১২ নম্বর প্লেয়ারকে ব্যবহার করতে পারে। তবে এমন ক্রিকেটারদের বদলানো যাবে, যারা এক ওভারের বেশি ব্যাট বা বোলিং করতে পারবে না। ফলে একটি ম্যাচ চলাকালীন উভয় দলই একজন প্রভাবশালী খেলোয়াড়কে একবার ব্যবহার করতে পারে। এতে টি-২০ ফরম্যাট আরও আকর্ষণীয় হয়ে উঠবে।তবে ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটারকে সাসপেন্ড করা হলে, তাঁর জায়গায় ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ব্যবহার করা যাবে না।”

ঠিক এরকমই একটি নিয়ম রয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে। যেখানে এর নাম রয়েছে ‘এক্স ফ্যাক্টর প্লেয়ার’। এই এক্স ফ্যাক্টর প্লেয়ার দলের দ্বাদশ বা ত্রয়োদশ খেলোয়াড় হতে পারেন, যিনি প্রথম ইনিংসের দশম ওভারের পর নামতে পারেন এবং তিনি এমন এক খেলোয়াড়কে পরিবর্তন করতে পারবেন যিনি এক ওভারের বেশি ব্যাট বা বল করেননি।

আরও পড়ুন:লেজেন্ডস ক্রিকেট লিগে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৬ উইকেটে হারাল ইন্ডিয়া মহারাজাস

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version