Friday, August 22, 2025

লেজেন্ডস ক্রিকেট লিগে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৬ উইকেটে হারাল ইন্ডিয়া মহারাজাস

Date:

শুক্রবার ক্রিকেটের নন্দনকাননে ছিল লেজেন্ডস ক্রিকেট লিগের প্রদর্শনী ম্যাচ। যে ম‍্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস। এই ম‍্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসকে ছয় উইকেটে হারাল ইন্ডিয়া মহারাজাস। এদিকে লেজেন্ডস ক্রিকেট লিগে ইডেন দেখাল আলোর ঝলকানি। ইনিংস বিরতিতে মাঠে চলল লেজার শো। গোটা মাঠকে অন্ধকারে ডুবিয়ে সে এক অদ্ভুত আলো আঁধারের খেলা। ব্যাকগ্রাউন্ডে বাজছে সমস্ত জনপ্রিয় গান। আর তার তালে তালেই লেজার আলোর ঝলকানিতে মেতে উঠল গোটা ইডেন।

ম‍্যাচে প্রথমে ব্যাট করে শুরুটা ভাল করে ওয়ার্ল্ড জায়ান্টস। প্রথম উইকেটেই ৫০ রান উঠে যায়। আক্রমণাত্মক খেলেন কেভিন ও’ব্রায়েন। উল্টো দিকে ছিলেন জিম্বাবোয়ের হ্যামিল্টন মাসাকাদজা। ব্যক্তিগত ১৮ রানে ফিরে যান মাসাকাদজা। ও’ব্রায়েন ৩১ বলে ৫২ রান করে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে ন’টি চার এবং একটি ছয়। জায়ান্টসের অধিনায়ক জাক কালিস ১২ রানে আউট হন। ৮ উইকেট হারিয়ে ১৭০ রান করে ওয়ার্ল্ড জায়ান্টস। ইন্ডিয়া মহারাজাসের হয়ে পাঁচ উইকেট নেন পঙ্কজ সিং। একটি করে উইকেট নেন মহম্মদ কাইফ, হরভজন সিং এবং জোগিন্দর শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলেন নেন ইন্ডিয়া মহারাজাস। তবে শুরুতেই বীরেন্দ্র সেহবাগকে হারায় মহারাজাস। ব্যক্তিগত চার রানে ফেরেন সেহবাগ। আর এক ওপেনার পার্থিব প‍্যাটেল ১৮ রানে ফেরেন। ১১ রানের বেশি করতে পারেননি মহম্মদ কাইফ। এই অবস্থায় জেতার জন্য কাউকে ধরে খেলার দরকার ছিল। সেই কাজটাই করেন তন্ময় শ্রীবাস্তব এবং ইউসুফ পাঠান। দু’জনে মিলে চতুর্থ উইকেটে ১০৩ রান যোগ করেন। খেলা যখন প্রায় শেষ দিকে, সেই সময় আচমকাই তুলে মারতে গিয়ে আউট হয়ে যান তন্ময়। ৩৯ বলে ৫৪ রানে আউট হন তিনি। ইউসুফ পাঠান অপরাজিত থাকেন ৫০ রানে।

আরও পড়ুন:সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে দু’টি প্রদর্শনী ম্যাচের জন্য দল ঘোষণা স্টিমাচের

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version