Sunday, November 9, 2025

হনুমানের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে অভিনব চাল পুলিশের! ফল মিলল হাতেনাতে

Date:

হনুমানের (Monkey) দাপাদাপিতে কাজ করা দায়। এ তো আর যেমন তেমন কাজ নয়, প্রশাসনিক কাজ (Administrative Work)। দিনের পর দিন হনুমানদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে এবার পাল্টা চাল দিল কেরলের ইদ্দুকি জেলার কুমবামমেট্টু থানার (kumbammettu Police Station) আধিকারিকরা। নকল সাপে কিস্তিমাৎ।

জঙ্গলের কাছেই থানা। খাবারের খোঁজে প্রতিদিনই থানায় হানা দেয় হনুমানের দল। এসেই শুরু দাপাদাপি। থানার ভিতরে ঢুকে পুলিশের কাজকর্মে বিঘ্ন ঘটানোর পাশপাশি থানায় একাধিক সমস্যা নিয়ে আসা সাধারণ মানুষদেরও গভীর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। খোয়া যাচ্ছে থানার একাধিক গুরুত্বপূর্ণ নথিও। অত্যাচার মাত্রা ছাড়াতেই নড়েচড়ে বসেন থানার উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে চিন্তা করতে থাকে। তখনই মাথায় আসে এক বুদ্ধি। সাপকে কাজে লাগাতেই মুশকিল আসান। বুনো ওলের দাওয়াই একেবারে বাঘা তেঁতুল। আর সাপকে কাজে লাগাতেই এক সেকেন্ডে হনুমানের দাপাদাপি কমে যায়। তবে আশ্চর্য বিষয় হল, এই সাপ আসল নয়। নকল রংবেরঙের প্ল্যাস্টিকের সাপ। বাজার থকে নকল সাপ কিনে এনে তা থানার একাধিক জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। বিশেষত, গাছে যেখানে খাবারের খোঁজে বেশি হানা দিত হনুমানরা। সাপের দাওয়াই ম্যাজিকের মতো কাজ করে। হাতেনাতে মেলে ফল। কেরলের থানার এমন অভিনব ঘটনা সামনে আসতেই থানার আধিকারিকদের কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকরা।

থানারই এক কর্মী জানিয়েছেন, হনুমানরা দলে দলে থানায় আসত। থানার বাগান তছনছ করা থেকে শুরু করে থানায় ঢুকে দৌরাত্ম্য করত। পাশের গ্রামের এক চাষির থেকে তাঁরা জানতে পারেন, ক্ষেত থেকে হনুমান তাড়াতে তিনি প্লাস্টিকের সাপ ব্যবহার করেন। তাঁর সেই পরিকল্পনাকেই কাজে লাগানোর চেষ্টা করতেই হাতেনাতে ফল মেলে।

Related articles

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...
Exit mobile version