Sunday, August 24, 2025

অগ্নিদগ্ধ মিরাক্কেল খ্যাত আবু হেনা রনি, পুড়ল শ্বাসনালী-সহ শরীরের প্রায় ২৫ শতাংশ

Date:

Share post:

ভয়াবহ গ্যাস বেলুন বিস্ফোরণে (Gas Baloon Blasts) অগ্নিদগ্ধ বাংলার জনপ্রিয় টেলিভিশন শো (TV Show) ‘মিরাক্কেল’ (Mirakkel) খ্যাত কৌতুক অভিনেতা (Comedian) আবু হেনা রনি (Abu Hena Rony)। শুক্রবার সন্ধেয় ঢাকার গাজিপুর মেট্রোপলিটন পুলিশের (GMP) চার বছরপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই গ্যাস বেলুন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন রনি। তবে শুধু কৌতুক অভিনেতাই নন আগুনে দগ্ধ হয়েছেন আরও ৪ জন। দুর্ঘটনার পর রাত ১০টা নাগাদ রনি সহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে (Seikh Hasina Burn and Plastic Surgery Institute) ভর্তি করা হয়। রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দগ্ধ হয়েছে কমেডিয়ানের শ্বাসনালীও (Airway)।

আবু হেনা রনির ম্যানেজার সাদিক আল হাসান জানান, গাজিপুর মেট্রোপলিটনের চার বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন রনি। সেখানেই গ্যাস বেলুন ফেটে বিস্ফোরণ হয়। দুর্ঘটনায় পাশেই দাঁড়িয়ে থাকা রনি সহ আরও কয়েকজন পুলিশ কনস্টেবল অগ্নিদগ্ধ হন। রনি ও কনস্টবল জিল্লুরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন ভর্তি রয়েছেন শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Shaheed Tajuddin Ahmed Medical College and Hospital)।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক চিকিৎসক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আবু হেনা রনির শরীরের ২৫ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে। প্রথমে হাসপাতালের জরুরি বিভাগে (Emergency) তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এরপর শনিবার সকালে তাঁকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (HDU) স্থানান্তরিত করা হয়। তবে কাউকেই এখনও বিপদমুক্ত বলা যাবে না। কমেডিয়ানের শ্বাসনালী দগ্ধ হয়েছে।

গাজিপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জানান, মঞ্চের পূর্ব দিকে ওড়ানোর জন্য কিছু গ্যাস বেলুন রাখা ছিল। প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (Home Minister Asaduzzaman Khan) বেশ কয়েকবার চেষ্টা করার পরও সেগুলো ওড়াতে ব্যর্থ হন। পরে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনুষ্ঠানে উপস্থিত অনান্য অতিথিরা মূল মঞ্চের দিকে চলে যান। এরপর বেলুনগুলো নিয়ে যাওয়া হয় উদ্বোধন মঞ্চের পেছনে। কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরও পড়ুন- ফের CBI হেফাজতে SSC দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহা

 

spot_img

Related articles

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...