ফের CBI হেফাজতে SSC দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহা

SSC নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে (Santi Prasad Sinha) ফের হেফাজতে নিল CBI৷ ২২ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত

শনিবার, আদালতের শুনানিতে সিবিআইয়ের দাবি, নিয়োগ দুর্নীতি মামলার অনেক তথ্য জানেন এসপি সিনহা৷ ইতিমধ্যে তাঁকে এবং ধৃত অশোক সাহাকে জেরা করে একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করে এই কাণ্ডের জট ছাড়াতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী দল৷ এরপরেই বিচারক বৃহস্পতিবার পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন৷

সিবিআইয়ের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নিয়মিত এসএসসির প্রাক্তন উপদেষ্টা যোগাযোগ রাখতেন। ইতিমধ্যেই শান্তিপ্রসাদের বয়ান একাধিকবার রেকর্ড করেছে সিবিআই।

আরও পড়ুন- শারদোৎসবেই নিবিড় জনসংযোগ, নেতা-নেত্রীদের নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের


Previous articleশারদোৎসবেই নিবিড় জনসংযোগ, নেতা-নেত্রীদের নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের
Next articleঅগ্নিদগ্ধ মিরাক্কেল খ্যাত আবু হেনা রনি, পুড়ল শ্বাসনালী-সহ শরীরের প্রায় ২৫ শতাংশ