শারদোৎসবেই নিবিড় জনসংযোগ, নেতা-নেত্রীদের নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের

সামনেই শারদোৎসব। আর সেই সময়টাই জনসংযোগের কাছে ব্যবহার করার জন্য তৃণমূলের (TMC) সব স্তরে নেতা-নেত্রীদের নির্দেশ দিলেন নেতৃত্ব। ইউনেস্কোর (UNESCO) তরফে কলকাতার (Kolkata) দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় একমাস আগে থেকে উৎসবের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এই পুজোর মরসুমকেই জনসংযোগে ব্যবহারের নির্দেশ দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

*পুজোর প্রত্যেকদিন নিজের এলাকার সমস্ত পুজো মণ্ডপ ঘুরে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের নেতাদের*। নির্দেশ পেয়েছেন সাংসদ, বিধায়ক থেকে শুরু করে সব জন প্রতিনিধিরাই। *সারাদিন বিভিন্ন ক্লাবেরম ও পাড়ার পুজো মণ্ডপে গিয়ে স্থানীয়দের মানুষের সঙ্গে কথা বলতে হবে*। এককথায় নিবিড় জনসংযোগের নির্দেশ দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট। বিধানসভা নির্বাচন ও পরবর্তীকালে বিভিন্ন পুরসভায় দলের ফল যতই ভালো হোক না কেন, পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে কোন ফাঁক রাখতে চাইছে না জোড়াফুল শিবির। সে কারণেই এই নির্দেশ বলে মত রাজনৈতিক মহলের।

Previous articleনৃশংস! ঋণ শোধ করতে পারেননি কৃষক বাবা, অন্তঃসত্ত্বা মেয়েকে পিষে মারল ট্রাক্টর
Next articleফের CBI হেফাজতে SSC দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহা