Saturday, August 23, 2025

অগ্নিদগ্ধ মিরাক্কেল খ্যাত আবু হেনা রনি, পুড়ল শ্বাসনালী-সহ শরীরের প্রায় ২৫ শতাংশ

Date:

ভয়াবহ গ্যাস বেলুন বিস্ফোরণে (Gas Baloon Blasts) অগ্নিদগ্ধ বাংলার জনপ্রিয় টেলিভিশন শো (TV Show) ‘মিরাক্কেল’ (Mirakkel) খ্যাত কৌতুক অভিনেতা (Comedian) আবু হেনা রনি (Abu Hena Rony)। শুক্রবার সন্ধেয় ঢাকার গাজিপুর মেট্রোপলিটন পুলিশের (GMP) চার বছরপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই গ্যাস বেলুন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন রনি। তবে শুধু কৌতুক অভিনেতাই নন আগুনে দগ্ধ হয়েছেন আরও ৪ জন। দুর্ঘটনার পর রাত ১০টা নাগাদ রনি সহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে (Seikh Hasina Burn and Plastic Surgery Institute) ভর্তি করা হয়। রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দগ্ধ হয়েছে কমেডিয়ানের শ্বাসনালীও (Airway)।

আবু হেনা রনির ম্যানেজার সাদিক আল হাসান জানান, গাজিপুর মেট্রোপলিটনের চার বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন রনি। সেখানেই গ্যাস বেলুন ফেটে বিস্ফোরণ হয়। দুর্ঘটনায় পাশেই দাঁড়িয়ে থাকা রনি সহ আরও কয়েকজন পুলিশ কনস্টেবল অগ্নিদগ্ধ হন। রনি ও কনস্টবল জিল্লুরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন ভর্তি রয়েছেন শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Shaheed Tajuddin Ahmed Medical College and Hospital)।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক চিকিৎসক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আবু হেনা রনির শরীরের ২৫ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে। প্রথমে হাসপাতালের জরুরি বিভাগে (Emergency) তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এরপর শনিবার সকালে তাঁকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (HDU) স্থানান্তরিত করা হয়। তবে কাউকেই এখনও বিপদমুক্ত বলা যাবে না। কমেডিয়ানের শ্বাসনালী দগ্ধ হয়েছে।

গাজিপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জানান, মঞ্চের পূর্ব দিকে ওড়ানোর জন্য কিছু গ্যাস বেলুন রাখা ছিল। প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (Home Minister Asaduzzaman Khan) বেশ কয়েকবার চেষ্টা করার পরও সেগুলো ওড়াতে ব্যর্থ হন। পরে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনুষ্ঠানে উপস্থিত অনান্য অতিথিরা মূল মঞ্চের দিকে চলে যান। এরপর বেলুনগুলো নিয়ে যাওয়া হয় উদ্বোধন মঞ্চের পেছনে। কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরও পড়ুন- ফের CBI হেফাজতে SSC দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহা

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version