Monday, August 25, 2025

Weather Update: উত্তরে বৃষ্টি দক্ষিণে অস্বস্তি, রবিবার ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস

Date:

পুজোর বাকি আর মাত্র ১৪ দিন। কিন্তু আকাশের মুখ দেখে শরতের আভাস পাওয়া প্রায় অসম্ভব। হাওয়া অফিস (Weather Department) বলছে আজ সারাদিন মেঘলা আকাশ থাকলেও আর্দ্রতা জনিত অস্বস্তি ক্রমশ বাড়বে। উত্তরে বৃষ্টির (Rain) সম্ভাবনা থাকলেও আগামিকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে রবিবার বঙ্গোপসাগরে (Bay of Bengal) ফের ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে সোমবারের পর তৈরি হতে পারে নিম্নচাপ (Depression)।

দিনভর ঝমঝমিয়ে বৃষ্টির মুখ এখনই দেখতে হচ্ছে না দক্ষিণবঙ্গবাসীকে। তবে বাড়বে আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি। আজ থেকে তাপমাত্রা বাড়বে বলে জানা গিয়েছে। রবিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। পুজোর আগেই বঙ্গে বৃষ্টির কথা বলেছিল হাওয়া অফিস। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ হয়ে এই মুহূর্তে মধ্যপ্রদেশে অবস্থান করছে। এটি গতিপথ পরিবর্তন করে আরও শক্তিশালী হবে এবং উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আগামিকাল উত্তর প্রদেশে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে আজ থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শনি ও রবিবার উত্তরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version