Tuesday, May 13, 2025

বিশ্বকর্মা পুজো মানেই উৎসবের (festival) আনন্দের সূচনা। ঢাকে কাঠি পড়ে গেছে, জমজমাট পুজোতে যাতে দর্শনার্থীদের কোনও অসুবিধা না হয় সেই কথা ভেবে এবার বড় ঘোষণা কলকাতা মেট্রোর (Kolkata Metro)। সপ্তমী থেকে নবমী অর্থাৎ পুজোর তিনদিন সারারাত চলুক ঠাকুর দেখা কারণ মেট্রো চলবে সারারাত। করোনা (Corona) কাটিয়ে এবছর অনেক বেশি রঙিন বাংলার পুজো। উৎসবের আনন্দ চেটেপুটে উপভোগ করতে তৈরি বাঙালি। ঠাকুর দেখে ফেরার পথে যাতে সমস্যায় না পড়তে হয়, সেই কথা ভেবে এবার মেট্রোর সময়সূচী ((Metro Timing) বদলের সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ (Metro Railway) ।

কলকাতা মেট্রো শহরের লাইফ লাইন বটে। ট্র্যাফিক জ্যাম এড়িয়ে এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত পৌঁছে যেতে মেট্রোর জুড়ি মেলা ভার। পুজোর সময় বাড়তে ভিড় সামলাতে এবার বেশি সংখ্যায় মেট্রো চালাবার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। অতীতের রেকর্ড বলছে করো না পূর্ববর্তী পুজোতে অর্থাৎ ২০১৯ সালে পুজোর দিনে মেট্রোতে ভিড় হয়েছিল প্রায় ৯ লক্ষ। এই বছর সেই রেকর্ড ভেঙে যাবে বলে মনে করা হচ্ছে। মেট্রো রেল সূত্রে খবর পঞ্চমী-ষষ্ঠীতে ২৮৮টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। সপ্তমী-অষ্টমী-নবমীতে ২৪৮টি পরিষেবা, দশমীতে ১৩২টি ট্রেন চলবে। পঞ্চমী এবং ষষ্ঠীতে কলকাতায় রেকর্ড ভিড় হচ্ছে আজকাল, সেই কথা মাথায় রেখে শেষ মেট্রো ছাড়ার সময় একটু পিছিয়ে দেওয়া হয়েছে। দমদম থেকে নিউ গড়িয়া মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার দিকে যেতে হলে প্রথম মেট্রো সকাল ৮টা ১০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টা ৩৮ মিনিটে। উল্টো দিকের শেষ মেট্রো ছাড়বে ১০:৪০ মিনিটে। দশমীতেও মেট্রোর সূচিতে কিছু রদ বদল করা হচ্ছে। দশমীর দিন, সমস্ত প্রান্তিক স্টেশন থেকেই, অর্থাত্‍, দক্ষিণেশ্বর, দমদম ও নিউগড়িয়া থেকে পরিষেবা শুরু হবে দুপুর ১টায়।

পাশাপাশি ইস্ট ওয়েস্ট মেট্রোতেও পুজোর কদিন সময় পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। সপ্তমী-অষ্টমী-নবমী-দশমী পুজোর ৪দিন, শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে সকাল ১১টা ৫৫ মিনিটে। শেষ মেট্রো রাত ১১ টা ৩৫ মিনিটে। দশমীর পরেও দিন তিনেক মেট্রোর সময়ের হেরফের হতে পারে বলে জানাচ্ছেন মেট্রোর আধিকারিকরা।

Related articles

সমুদ্র সৈকতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মন্দারমণিতে গ্রেফতার পর্যটক

সুন্দর বালুতটে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার পর্যটক (Tourist)। মালদহ থেকে মন্দারমণিতে (Mandarmoni) বেড়াতে যাওয়া এক যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল মন্দারমণি...

বন্ধ বিমান, বারুদের গন্ধ কাশ্মীরে, সেনাকে মনোবল দিতে এয়ারবেসে মোদি!

সোমবার থেকে ভারত-পাকিস্তানের সহমতিক্রমে সংঘর্ষ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তারপরেও পঞ্জাবের জলন্ধরের আকাশে সন্দেহজনক ড্রোন প্রশ্ন তুলছে দুদেশের সমঝোতা...

সোপিয়ানে সেনা-সন্ত্রাসবাদীদের গুলির লড়াইয়ে ৩ লস্কর জঙ্গি নিহত: সূত্র

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও এক সাফল্য ভারতীয় সেনার! দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান এলাকায় (Shopian District, South Kashmir) ভারতীয় সেনাবাহিনীর অপারেশন...

অফিস টাইমে সিগনাল বিভ্রাটে বন্ধ মেট্রো, সমস্যায় যাত্রীরা

ফের নিত্যযাত্রীদের সমস্যায় ফেলে দুঃখিত বলে দায় সারল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মঙ্গলবার অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাটের জেরে...
Exit mobile version